ক্রীড়া প্রতিবেদক:

বোয়ালখালীতে এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ডি গ্রুপের প্রথম খেলায় শাকপুরা ফুটবল একাদশ জয়ী হয়েছে।

শুক্রবার (২৯ জানুয়ারি) বিকেলে উপজেলার পি.সি.সেন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় শাকপুরা ফুটবল একাদশ ১-০ গোলে শ্রীপুর-খরণদ্বীপ ফুটবল একাদশকে পরাজিত করে।

খেলার প্রথমার্ধের ২৭ মিনিটের মাথায় শাকপুরা ফুটবল একাদশের খেলোয়াড় সামির হোসেন বিপক্ষ দলের জালে গোল করেন। ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন সামির হোসেন।

ডি গ্রুপের প্রথম খেলায় জয়ের মাধ্যমে শাকপুরা ফুটবল একাদশ ৩ পয়েন্ট পেয়ে এগিয়ে রয়েছে। এছাড়া শ্রীপুর-খরণদ্বীপ ফুটবল একাদশের খাতায় এখন পর্যন্ত ০ পয়েন্ট।

টুর্নামেন্টের পরবর্তী খেলা ৩০ জানুয়ারি শনিবার বিকেলে পি.সি. সেন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। এতে প্রতিদ্বন্দ্বীতা করবে এ গ্রুপের পূর্ব গোমদণ্ডী ফুটবল একাদশ বনাম চরণদ্বীপ ফুটবল একাদশ।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here