বিভাগের সম্পাদক
ঈদুল ফিতরকে সামনে রেখে আগামী ২২ মে থেকে চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের তিনটি কাউন্টার ও বেসরকারি ৬টি তফসিলি ব্যাংকের শাখা থেকে নতুন নোট সংগ্রহ করতে পারবে সাধারণ মানুষ। দুই ঈদকে সামনে রেখে প্রতিবছর এমন উদ্যোগ গ্রহণ করে থাকে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একজন গ্রাহক (১০ টাকা থেকে ১০০ টাকা) সর্বোচ্চ ১৮ হাজার টাকার নতুন নোট সংগ্রহ করতে পারবেন।
চট্টগ্রামে যেসব ব্যাংকের শাখা থেকে নতুন নোট সংগ্রহ করতে পারবেন- ইসলামী ব্যাংকের পোর্ট কানেক্টিং রোড শাখা, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের হালিশহর শাখা, ব্যাংক এশিয়ার অক্সিজেন মোড় শাখা, যমুনা ব্যাংকের বহদ্দারহাট শাখা, ব্র্যাক ব্যাংক বন্দরটিলা শাখা এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক হাটহাজারী উপজেলার কাটিরহাট শাখা।
এছাড়া চট্টগ্রাম নগরীর বাংলাদেশ ব্যাংকের তিনটি কাউন্টার থেকেও নতুন নোট সংগ্রহ করা যাবে।
এ কার্যক্রম চলবে আগামী ৩০ মে পর্যন্ত (ব্যাংক চলাকালীন সময়ে)। প্রত্যেকে ১০০, ৫০, ২০, ১০ টাকার এক প্যাকেট করে সর্বোচ্চ ১৮ হাজার টাকার নতুন নোট নিতে পারবেন।
এবি/টিআর