প্রতিনিধি:

সম্প্রতি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার লক্ষ্যে সংগঠিত ঘটনার প্রতিবাদ জানিয়েছেন বোয়ালখালী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে বোয়ালখালী মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড এ প্রতিবাদ সভার আয়োজন করেন।

No description available.এতে সভাপতিত্ব করেন যুদ্ধকালীন কোম্পানী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল বশর। বীর মুক্তিযোদ্ধা বন গোপাল দাশের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম সেলিম, আহমদ হোসেন, ইছহাক চৌধুরী, শরৎ চন্দ্র বড়ুয়া, বেলাল মিয়া চৌধুরী, মো.আব্দুল মান্নান, সুভাষ চৌধুরী, আলতাফ হোসেন, আব্দুর রশীদ, মো. ইউনুচ, মো. হাসানুজ্জামান ও সাহাব মিয়া।

বিভেদ সৃষ্টিকারীদের থেকে সজাগ থাকার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, জাতি ধর্ম নির্বিশেষে সকলে স্বাধীন করেছে এদেশ। এখানে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই। এদেশে থাকতে হলে সবাইকে মিলে মিশেই থাকতে হবে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here