বোয়ালখালী  উপজেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল হলো পোপাদিয়া ইউনিয়ন । কাল পরিক্রমায় পোপাদিয়া ইউনিয়ন শিক্ষা,সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল।

পোপাদিয়া ইউনিয়নের মানচিত্র

বোয়ালখালী উপজেলায় অবস্থিত ৬নং পোপাদিয়া ইউনিয়ন। এই ইউনিয়নে রয়েছে বিভিন্ন আলির মাজার যা আমাদের ইসলামেরঐতিহ্য ধরে রেখেছে। এবং এছাড়াও আরো হিন্দুদের জন্য রয়েছে ঠাকুর বাড়ী ও মন্দির।


গ্রামের নাম

পোপাদিয়া, বিদুগ্রাম, আকুবদন্ডী, সৈয়দপুর, আকলিয়া

যোগাযোগ ব্যবস্থা

চট্টগ্রাম জেলার নিকটবর্তী উপজেলা বোয়ালাখালী। অত্র উপজেলায় ৬নং পোপাদিয়া ইউনিয়ন। আর চট্টগ্রামশহরের সাথে এর যোগাযোগ ব্যাবস্থা প্রসংসাগোয্য। বন্দর নগরী চট্টগ্রামে যাতায়াত মাধ্যম হিসেবে  রয়েছে সি, এন, জি সার্ভিস। কোন কোন সময় মানুষ নৌকার মাধ্যমেও যাতায়ত করনে।

পোপাদিয়া ইউনিয়নের ইতিহাস

প্রাথমিকভাবে ধারনা করা যায় যে, পোপাদিয়া ইউনিয়নের নামকরণে মূলত তেমন কোন ইতিহাস নেই।পোপাদিয়া নামক গ্রাম যা বর্তমানে পোপাদিয়া গ্রাম নামে পরিচিত এই গ্রামের নামকরণের সাথে মিল রেখেপোপাদিয়া ইউনিয়নের নামকরণ করা হয়। এছাড়া কোন ইতিহাস এখনো পর্যন্ত পাওয়া যায়নি

দর্শনীয় স্থান

পোপাদিয়া ইউনিয়নে বেশ কয়েকটি দর্শনীয় স্থান রয়েছে। নিম্মে তা প্রদান করা হল:-
১। হাওলা পুরী (আকুবদন্ডী)।
২। হাওলা মামা ভাগিনার মাজার শরীফ (সৈয়দপুর)।
৩। ঐতিহ্যবাহী ঝাড়ুয়া দিঘি (সৈয়দপুর)।
৪। কালা চাঁদ ঠাকুর বাড়ী (পোপাদিয়া)।
৫। পোপাদিয়া কালী বাড়ী (পোপাদিয়া)
৬। পোপাদিয়া চন্ডী বাড়ী (পোপাদিয়া)।

নদী ও খাল

পোপাদিয়া ইউনিয়নে পোপাদিয়া, সৈয়দপুর, আকুবদন্ডী,বিদগ্রাম, আকলিয়া গ্রামের মধ্যখানে প্রবাহিত বোয়ালখালী খাল ব্যাতিত অন্য কোন খাল বা নদী নেই

হাটবাজার

হাটঃ
১। চাঁন্দার হাট,
২। অন্ন পূর্ণ হাট

বাজারঃ

১। গোরস্থানের  টেক
২। ঝাড়ুয়াদীঘির পাড়
৩। বাঘের টেক
৪। নুরুল হকের দোকান
৫। ঈশ্বর ভট্টের বাজার
৬। বাদাম তল বাজার
৭। তালতলা বাজার

তথ্য-সংগৃহিত
এবি/টিআর

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here