শ্রীলঙ্কান বংশোদ্ভূত বলিউডের অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। ইমরান হাশমির সঙ্গে ‘মার্ডার টু’ ও বলিউড সুপারস্টার সালমান খানের সঙ্গে ‘কিক’ ছবিতে অভিনয় করে নিজের জাত চিনিয়েছেন তিনি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে।
এবার এক গানের জন্য ২ কোটি পারিশ্রামিক নিয়ে আলোচনায় এসেছেন ‘রেস ৩’ খ্যাত এ অভিনেত্রী।
টাইমস অব ইন্ডিয়া জানায়, ভারতের দক্ষিণী সুপারস্টার প্রভাস অভিনীত ‘সাহো’ ছবির একটি আইটেম গানে অংশ নেন জ্যাকুলিন। সাহো ছবির ‘ব্যাড বয়’ নামের একটি গানে প্রভাসের সঙ্গে কোমর দোলান তিনি। সুজিত পরিচালিত এ ছবিতে ‘ব্যাড বয়’ শিরোনামের গানটি এরই মধ্যে মুক্তি পেয়েছে ইউটিউবে।
রিপোর্টে প্রকাশ, সাহো ছবির ওই আইটেম গানে পারফর্ম করার জন্য দুই কোটি রুপি দাবি করেন জ্যাকুলিন। পরে তার দাবি অনুযায়ী সেই অর্থও পরিশোধ করা হয় বলে জানা গেছে।
এছাড়া ছবির নায়ক প্রভাস ১০০ কোটি রুপি নিয়েছেন। ৩৫০ কোটি রুপি বাজেটের ছবি ‘সাহো’ মুক্তি পাবে আগামী ৩০ আগস্ট।