একুশে পদকপ্রাপ্ত বৌদ্ধধর্মীয় গুরু রামু কেন্দ্রীয় সীমাবিহারের অধ্যক্ষ পণ্ডিত ভদন্ত সত্যপ্রিয় মহাথের পরলোক গমন করেছেন।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) দিবাগত রাত সোয়া ১টার দিকে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানিয়েছেন রামু কেন্দ্রীয় সীমাবিহারের সহকারী পরিচালক প্রজ্ঞানন্দ ভিক্ষু।

বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন পণ্ডিত সত্যপ্রিয় মহাথের। নানা জায়গায় চিকিৎসার পর বিএসএমএমইউ হাসপাতালে নেয়া হয় তাকে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।

পণ্ডিত সত্যপ্রিয় মহাথের সংঘরাজ ভিক্ষু মহাসভার সহ-সভাপতি ও বৌদ্ধধর্মালম্বীদের অন্যতম শীর্ষ গুরু ছিলেন। তিনি ২০১৫ সালে দেশের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার একুশে পদকে ভূষিত হন। তিনি দীর্ঘদিন ধরে রামুর ফতেখাঁরকুল মেরুংলোয়া কেন্দ্রীয় সীমা মহাবিহারের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

তার মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে বৌদ্ধধর্মালম্বী নারী-পুরুষের মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে বলে জানিয়েছেন বাংলাদেশ বৌদ্ধধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি অ্যাডভোকেট দীপঙ্কর বড়ুয়া পিন্টু।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here