নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোছলেম উদ্দিন আহমদ বলেছেন, ‘আসন্ন চট্টগ্রাম-৮ আসনের উপ নির্বাচনে কারো জয় পরাজয়ে সরকার পরিবর্তন হবে না-এ বিবেচনাকে মাথা রেখে এলাকার উন্নয়নের স্বার্থে নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করুন।’
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে নির্বাচনী প্রচারণার ২য় দিনে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় গণ সংযোগ কালে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি বলেন, ‘নৌকায় আস্থা রেখে আমাকে একবার সুযোগ দিন, উন্নয়নের দায়িত্ব আমার। কালুরঘাট সেতু বাস্তবায়নের দাবি দল-মত-নির্বিশেষে সকলের। আগামী একবছরের মধ্যে সেতু দৃশ্যমান করবো। আমার দরজা সবার জন্য উন্মুক্ত থাকবে।’
তিনি আরো বলেন, ‘এলাকার সন্তানকে যদি সুযোগ না দেন তবে আগামীতে এ এলাকায় আর কোনো রাজনৈতিক কর্মীর জন্ম হবে না।’
এছাড়া নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে গোমদন্ডী বুড়িপুকুর পাড়, বটতল, বেঙ্গুরা, সারোয়াতলী, দাশের দিঘি, কালাইয়ার হাট ও কানুনগোপাড়ায় নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন।
এসময় নির্বাচনী প্রচারণায় উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম, ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এসএম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ মোকারম, ইউপি চেয়ারম্যান বেলাল হোসেন, শফিউল আজম শেফু, পৌর প্যানেল মেয়র এসএম মিজানুর রহমান, পৌর আওয়ামী লীগ আহ্বায়ক জহুরুল ইসলাম, মুক্তিযোদ্ধা আহমদ হোসেন ও সাবেক ইউপি চেয়ারম্যান এম এ ঈছা উপস্থিত ছিলেন।