আলোকিত ডেস্ক : মহান স্বাধীনতার সূবর্ণ জয়ন্তীতে বাংলাদেশ উন্নয়নশীল দেশে রূপান্তরিত হওয়ায় বোয়ালখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালি, আলোচনা সভা ও দুইদিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে।
মেলায় সরকারের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন সর্ম্পকে জনগনকে অবহিত করতে বোয়ালখালী প্রেস ক্লাবসহ বিভিন্ন দফতরের ২২টি স্টল অংশগ্রহণ করে।
২৭ মার্চ বোয়ালখালী উপজেলা মাঠে আয়োজিত উন্নয়ন মেলায় বোয়ালখালী প্রেস ক্লাবের স্টল উদ্বোধন করেন বোয়ালখালী চেয়ারম্যান সমিতির সভাপতি ৫নং সারোয়াতলী ইউপি চেয়ারম্যান মো. বেলাল হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি এসএম মোদ্দাচ্ছের, সাধারণ সম্পাদক সেকান্দর আলম, সাংবাদিক আবুল ফজল বাবুল, রাজু দে, পূজন সেন, দেবাশীষ বড়ুয়া রাজু, মো. ছাদেকুর রহমান সবুজ, মুহাম্মদ মহিউদ্দিন, মো: এমরান কাদেরী, মো. রবিউল হোসেন,হোসাইন মাহমুদ, মো. জয়নাল আবেদীন প্রমুখ।