অনলাইন ডেস্ক : ইংল্যান্ড বিশ্বকাপ শুরু হচ্ছে আগামী ৩০ মে থেকে। আসরের প্রথম ম্যাচে ২জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। আর এরপর পরবর্তী ম্যাচই বাংলাদেশকে খেলতে হতে পারে ঈদের দিনে।

রমজান মাস শেষে এবছর সম্ভাব্য ঈদের দিন আগামী ৫ জুন। আর এদিন নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামতে হবে বাংলাদেশকে।

তবে এমনটি হলে বাংলাদেশী সমর্থকদের বেশি চিন্তিত হওয়ার কারণ নেই। কারণ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৩০ মিনিটে। সারাদিনের কর্মব্যস্ততা শেষে ঈদের দিনের শেষাংশ খেলায় মেতেই কাটিয়ে দেয়ার সুযোগ পাবে এদেশের ক্রিকেটপাগল ভক্তরা।

রমজান মাস ৩০ দিনে হলে অবশ্য ঈদের আগের দিনেই ম্যাচটি খেলে ফেলবে টাইগাররা।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here