(১) সেলাইযুক্ত কাপড় বা জুতা পরিধান করা যেমন- জামা, পায়জামা, টুপি, গেঞ্জি, মোজা, আচকান, দস্তানা ইত্যাদি। তবে মহিলাগণ সেলাই করা কাপড় পরিধান করিতে পারিবে।
(২) ঘুমন্ত কিংবা জাগ্রত অবস্থায়, ইচ্ছাকৃত হউক বা অনিচ্ছাকৃত সর্বাবস্থায় মস্তক অথবা চেহারা আবৃত করা। মহিলাগণ মাথায় কাপড় রাখিবে কিন্তু চেহারায় কাপড় রাখিবে না।
(৩) এমন জুতা ব্যবহার করা যাহা দ্বারা পায়ের মধ্যবর্তী হাড় ঢাকা পড়িয়া যায়। মহিলাগণ যে কোন ধরণের জুতা ব্যবহার করিতে পারিবে। স্পঞ্জ স্যান্ডেল ব্যবহার করা উত্তম।
(৪) চুল কাটা বা ছিড়িয়া ফেলা, ক্ষোরকার্য করা।
(৫) নখকাটা,
(৬) ঘ্রানযুক্ত তৈল বা কোন প্রকার খুশবু বা সুগন্ধী ব্যবহার করা।
(৭) স্ত্রীসহবাস কিংবা যৌন উত্তেজনামূলক কোনরূপ আলোচনা ও কর্ম।
(৮) স্থলজ প্রাণী শিকার করা বা এই বিষয়ে কোনরূপ সহযোগিতা করা। উকুন মারা, ছারপোকা মশা মাছিসহ কোন জীবজন্তু হত্যা করা বা মারা।
(৯) সঙ্গী-সাথীদের সঙ্গে বা অপর কাহারো সঙ্গে ঝগড়া বিবাদ করা বা যুদ্ধ করা।
(১০) চুল দাড়িতে চিরুনী বা আঙ্গুলী চালনা করা যাতে ছিড়ার আশংকা থাকে।
(১১) শরীরে সাবান লাগানো।
(১২) পাপ কর্ম এমনিতেও হারাম কিন্তু ইহরাম অবস্থায় তাহা আরো জঘন্যতম অপরাধ।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here