বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গরীব মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা বোয়ালখালী পৌরসভা শাখার উদ্দ্যোগে অনুষ্ঠিত হয়েছে।
১৬ জানুয়ারী (বৃহস্পতিবার) বিকালে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার বোয়ালখালী পৌরসভার সভাপতি এম রবিউল করিমের সভাপতিত্বে আরহাজ¦ বদরুচ মেহের উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মদ নাজিম উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বোয়ালাখালী ডিজিটাল একাডেমীর অধ্যক্ষ মু. আমিনুল ইসলাম জসিম। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী যুবসেনার দাওয়াহ ও সাংস্কৃতিক সম্পাদক মু. সাহাব উদ্দিন। বিশেষ বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার দক্ষিণ জেলার অর্থ সম্পাদক মুহাম্মদ মামুন উদ্দিন মেম্বার। বিশেষ অতিথি ছিলেন ইসলামী ফ্রন্ট বোয়ালখালী পৌরসভার সাংগঠনিক সম্পাদক মু. ওসমান গণি, সমাজসেবক আবুল হোসেন চৌধুরী, নূর উদ্দীন, সোহরাব হোসেন, আবদুর রশিদ, মু. মামুন, আরমান, কাদের, আবদুর রহিম, নয়ন, জুয়েল, মঈন ইদ্দীন, আসিফ, এমরান, শফিক, মিনহাজ প্রমূখ।
এতে বক্তারা বলেন বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতীর কল্যাণে এগিয়ে আসতে হবে।