ইমাম শেরে বাংলা(রঃ) এর বিখ্যাত কিতাব “দেওয়ানে আজিজ” গ্রন্হে শাহ চরণদ্বীপি কেবলার(কঃ) শান
————————–
আল্লাহর প্রিয়জনরা যুগে যুগে মানুষের
আত্নশুদ্বির মাধ্যমে, আল্লাহর কাছে
প্রিয়ভাজনে পরিনত করে। আর কিছু কাশফ্
কারামত সম্পন্না অলি -আল্লাহ, যাহা উনাদের
লিখনির মাধ্যমে জগত বাসিকে কিয়ামত পযন্ত
জানিয়ে রাখবে। তদ্রূপ সুন্নি আলেম সমাজের
শির -তাজ শেরে বাংলা হুজুর। উনার কাশফের মাধ্যমে অনেক অলিউল্লার শান মান বর্ণনা করেছেন।

ইমামে আহলে সুন্নাত, গাজিয়ে দ্বীন ও মিল্লাত
মাওলানা আজিজুল হক শেরে বাংলা (রঃ) তাঁর বিখ্যাত কিতাব ‘দিওয়ানে আজিজ ‘ এ শাহে চরণদ্বিপী (র:) ‘র শান বর্ণনা করেন এভাবে –
ﺩﺭ ﻣﺪﺡ ﻣﻘﺘﺪﺍﮮ ﻋﻠﻤﺎﮞ , ﭘﯿﺸﻮﺍﮮ ﺳﺎﻟﮑﺎﮞ , ﻣﺮﺷﺪ
ﺭﺍﮦ ﺻﻔﺎ , ﻣﺤﺒﻮﺏ ﺳﯿﺪ ﺍﻻﻧﺒﯿﺎﺀ , ﭘﯿﺮ ﻣﻐﺎﮞ ,
ﻣﺸﮭﻮﺭ ﺩﻭﺭﺍﮞ , ﺻﺎﺣﺐ ﮐﺸﻒ ﻭ ﮐﺮﺍﻣﺖ , ﻣﻨﺒﻊ
ﻓﯿﻮﺿﺎﺕ , ﻣﻌﺪﻥ ﮐﻤﺎﻻﺕ , ﺣﻀﺮﺕ ﻣﻮﻻﻧﺎ ﻭﺻﯽ
ﺍﻟﺮﺣﻤﻦ ﺑﺎﺷﻨﺪﮦ ﭼﺮﻧﺪﯾﭗ ﺑﻮﺍﻟﮑﮭﺎﻟﯽ ﭼﺎﭨﮕﺎﻣﯽ ﻋﻠﯿﮧ
ﺭﺑﮧ ﺍﻟﺒﺎﺭﯼ –
আলিমকুলের আদর্শ, ত্বরীক্বতপন্থীদের শিরমণি,
আত্নশুদ্ধির পথের পথপ্রদর্শক, নবীকুল সরদারের
প্রিয়পাত্র, কামিল পীর, যুগপ্রসিদ্ধ বুযুর্গ, কাশফ
ও কারামতের ধারক, ফয়য-বরকতের প্রস্রবণ,
কামালাতের খনি চট্রগ্রামের বোয়ালখালী,
চরণদ্বীপ মাজার হযরত মাওলানা অছিয়র
রহমান (র:) এর পবিত্র প্রশংসায় —
ﻣﺮﺣﺒﺎ ﺻﺪ ﻣﺮﺣﺒﺎ ﺻﺪ ﻣﺮﺣﺒﺎ ﺻﺪ ﻣﺮﺣﺒﺎ
ﺑﮩﺮ ﻣﻮﻟﻨﺎ ﭼﺮﻧﺪﯾﭙﯽ ﻭﻟﺊ ﺑﺎ ﺻﻔﺎ
শত মোবারকবাদ, শত ধন্যবাদ, শত স্বাগতম
পুণ্যাত্না ওলী মাওলানা চরণদ্বিপী (র:) এর
কদমে।
ﺻﺎﺣﺐ ﮐﺸﻒ ﻭ ﮐﺮﺍﻣﺖ ﺑﻮﺩ ﻣﺸﮭﻮﺭ ﺯﻣﺎﻥ
ﻓﯿﺾ ﯾﺎﺏ ﺍﺯ ﻏﻮﺙ ﺍﻻﻋﻈﻢ ﺍﺣﻤﺪ ﺍﻟﻠﮧ ﺑﯿﮕﻤﺎﮞ
তিনি ছিলেন কাশফ ও কারামত সম্পন্ন, আরো
ছিলেন যুগ প্রসিদ্ধ ওলী। তিনি গাউছুল আজম
আহমদ উল্লাহ মাইজভান্ডারী (ক:) এর ফয়েজ
প্রাপ্ত।
ﺩﺭﻣﯿﺎﻥ ﺍﮞ ﭼﺮﻧﺪﯾﭗ ﺭﻭﺿﮧ ﭘﺮ ﻧﻮﺭ ﺍﻭ
ﻣﺮﺩﻣﺎﮞ ﭘﺮ ﻓﯿﺾ ﺑﺎﺷﻨﺪ ﺩﺍﺋﻤﺎ ﺍﺯ ﺫﺍﺕ ﺍﻭ
ঐ বোয়ালখালীর চরণদ্বীপে তাঁর নুরানী রওযা
শরীফ অবস্থিত। সব সময় অগণিত মানুষ তাঁর বরকতময়
সত্তা থেকে ফয়েজ প্রাপ্ত হয়।
ﻧﺎﻡ ﻧﺎﻇﻢ ﮔﺮ ﺗﻮ ﺧﻮﺍﮨﯽ ﺷﯿﺮ ﺑﻨﮕﺎﻟﮧ ﺑﺪﺍﮞ
ﻣﻨﮑﺮﺍﻥ ﺍﻭﻟﯿﺎﺀ ﺭﺍ ﺳﯿﻒ ﺑﺮﺍﮞ ﻧﯿﮕﻤﺎﮞ
তুমি যদি এর রচয়িতার নাম জানতে চাও, তবে
জানো, তিনি হলেন ‘শেরে বাংলা’।
নিঃসন্দেহে ওলীগণের অস্বীকারকারীদের জন্য
তিনি শানিত তরবারি।

দিওয়ানে আজিজ, মূল কিতাবের ৮৫ পৃষ্ঠা ।
দিওয়ানে আজিজ, বাংলা অনুবাদ:
: মাওলানা এম এ মন্নান, পৃষ্ঠা -২২২

শুধু তাই নয় মওলানা শাহে চরণদ্বিপী (কঃ)এর
খিলাফত প্রাপ্ত চারজন বিশিষ্ঠ খলিফার শান্
মান বর্ণনা করেছেন ।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here