২৪শে মে, ২০১৯ ইং ১০ই জ্যৈষ্ঠ, ১৪২৬ বঙ্গাব্দ ১৮ই রমযান, ১৪৪০ হিজরী শুক্রবার
গ্রেগরিয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৪৪ তম (অধিবর্ষে ১৪৫তম) দিন। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলী

  • ১১৫৩ সালের এই দিনে চতুর্থ ম্যালকম স্কটল্যান্ডের রাজা হন।
  • ১৬৬০ সালের এই দিনে ইংরেজ রাজা দ্বিতীয় চার্লস নেদারল্যান্ডস সফর করেন।
  • ১৮২২ সালের এই দিনে ইকুয়েডর স্বাধীনতা অর্জন করে।
  • ১৮৩০ সালের এই দিনে ‘মেরি হ্যাড এ লিটল ল্যাম্ব’ প্রকাশিত হয়।
  • ১৮৩২ সালের এই দিনে গ্রিসের রাজতন্ত্র ঘোষিত হয়।
  • ১৮৪৪ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের সংসদভবন থেকে মার্কিন আবিষ্কারক মোর্স (মোরিস) ৪০ মাইল দূরের বাল্টিমোর শহরে বিশ্বের প্রথম দূরপাল্লার টেলিগ্রাম পাঠান।
  • ১৮৬২ সালের এই দিনে টমস নদীর ওপর ওয়েস্ট মিনিস্টার সেতু উন্মুক্ত করা হয়।
  • ১৮৭৫ সালের এই দিনে স্যার সৈয়দ আহমদ খান আলিগড়ে মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল স্কুল স্থাপন করেন। এটিই পরে (১৯২০) আলিগড় বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়।
  • ১৯০২ সালের এই দিনে ব্রিটেনে প্রথম ‘এম্পায়ার ডে’ পালিত হয়।
  • ১৯১৬ সালের এই দিনে ব্রিটেনে তরুণদের সেনাবাহিনীতে যোগদান বাধ্যতামূলক ঘোষণা করা হয়।
  • ১৯৬১ সালে এই দিনে সাইপ্রাস ইউরোপের কাউন্সিলে যোগদান করে।
  • ১৯৬৪ সালের এই দিনে রিও ডি জেনিরোর জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ফুটবল ম্যাচকে কেন্দ্র করে সংঘটিত দাঙ্গায় ৩২৮ জন নিহত ও পাঁচ শতাধিক আহত হন।
  • ১৯৭২ সালের এই দিনে কবি কাজী নজরুল ইসলাম ভারত থেকে ঢাকায় আগমন করেন এবং তাকে রাষ্ট্রীয়ভাবে জাতীয় কবির স্বীকৃতি দান করা হয়।
  • ১৯৮৫ সালের এই দিনে বাংলাদেশের উড়িরচরে জলোচ্ছ্বাসে ১১ হাজার লোকের প্রাণহানি ঘটে।
  • ১৯৯৩ সালের এই দিনে ৪৬তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পুরস্কার বিতরণ অনুষ্ঠান মহাসমারোহে আয়োজিত হয়।
  • ১৯৯৩ সালের এই দিনে উত্তর-পূর্ব আফ্রিকার দেশ ইরিত্রিয়া, ইথিউপিয়ার কাছ থেকে স্বাধীনতা লাভ করে।
  • ১৯৯৪ সালের এই দিনে মক্কায় পদদলিত হয়ে ২৭০ জন হাজি ইন্তেকাল করেন।
  • ২০০০ সালের এই দিনে পৃথিবীর সর্বকনিষ্ঠ ব্যক্তি মাত্র ১৫ বছর বয়সী শেরপা টেম্পো তসেরির এভারেস্ট শৃঙ্গে আরোহণ করেন।
  • ২০০০ সালের এই দিনে ইসরাইলী বাহিনী দক্ষিণ লেবানন থেকে পিছু হটতে বাধ্য হয়।

জন্ম

  • ০০১৫ খ্রিস্টপূর্বের এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জার্মানিকুস, তিনি ছিলেন রোমান জেনারেল।
  • ১৪৯৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন পোন্টরমো, তিনি ছিলেন ইতালীয় চিত্রশিল্পী।
  • ১৫৪৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন উইলিয়াম গিলবার্ট, তিনি ছিলেন ইংরেজ চিকিৎসক, পদার্থবিদ ও জ্যোতির্বিজ্ঞানী।
  • ১৬৮৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ড্যানিয়েল গ্যাব্রিয়েল ফারেনহাইট, তিনি ছিলেন পোলিশ বংশোদ্ভূত জার্মান পদার্থবিদ, প্রকৌশলী ও গ্লাসে ফুৎকারপ্রদানকারী ব্যক্তি।
  • ১৭৪৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জাঁ-পল মারাট, তিনি ছিলেন সুইস বংশোদ্ভূত ফরাসি চিকিৎসক, সাংবাদিক ও রাজনীতিবিদ।
  • ১৮১৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রানী ভিক্টোরিয়া, তিনি ছিলেন যুক্তরাজ্য ও ব্রিটিশ সাম্রাজ্যের রাণী।
  • ১৯০৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মিখাইল আলেক্সান্দ্রোভিচ শলোখভ, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী রাশিয়ান লেখক।
  • ১৯২০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সোমেন চন্দ, তিনি ছিলেন মার্ক্সবাদী বাঙালি সাহিত্যিক।
  • ১৯৪০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ইয়োসিফ আলেক্সান্দ্রভিচ ব্রডস্কি, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী রাশিয়ান বংশোদ্ভূত আমেরিকান কবি।
  • ১৯৪১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন বব ডিলান, তিনি মার্কিন গায়ক, সঙ্গীত রচয়িতা, লেখক, সঙ্গীতজ্ঞ ও কবি।
  • ১৯৪৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন টানসু কিলের, তিনি তুর্কি অর্থনীতিবিদ, রাজনীতিবিদ ও ২২ তম প্রধানমন্ত্রী।
  • ১৯৪৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জিম ব্রয়াডবেন্ট, তিনি ইংরেজ অভিনেতা ও চিত্রনাট্যকার।
  • ১৯৫১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মুনতাসীর মামুন, তিনি বাংলাদেশের অধ্যাপক, শিক্ষাবিদ, লেখক ও গবেষক।
  • ১৯৬০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ক্রিস্টিন স্কট থমাস, তিনি ইংরেজ অভিনেত্রী।
  • ১৯৬৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন এরিক কাঁতোয়াঁ, তিনি একজন সাবেক ফরাসি ফুটবলার।
  • ১৯৬৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন এরিক বন্ধ, তিনি আমেরিকান অভিনেতা ও পরিচালক।
  • ১৯৭৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রুসলানা, তিনি ইউক্রেনীয় গায়ক, নৃত্যশিল্পী, প্রযোজক ও অভিনেত্রী।
  • ১৯৮৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ডেবরাহ ফ্রাঙ্কইস, তিনি বেলজিয়ান অভিনেত্রী।

মৃত্যু

  • ১১৫৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন প্রথম ডেভিড, তিনি ছিলেন স্কটল্যান্ডের রাজা।
  • ১৫৪৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন নিকোলাউস কোপের্নিকুস, তিনি ছিলেন বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী ছিলেন।
  • ১৭৩৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন গেয়র্গ আর্নেস্ট স্টাহল, তিনি ছিলেন জার্মান চিকিৎসক ও রসায়নবিদ।
  • ১৮৯৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন বিহারীলাল চক্রবর্তী, তিনি বাংলা সাহিত্যের প্রথম গীতি-কবি হিসেবে সুপরিচিত।
  • ১৯০৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, তিনি ছিলেন উনিশ শতকের বাঙালি কবি।
  • ১৯৪৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন রবার্ট রিটের ভন গ্রেইম, তিনি ছিলেন জার্মান ফিল্ড মার্শাল ও পাইলট।
  • ১৯৫৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জন ফস্টার ডুলেস, তিনি ছিলেন আমেরিকান সৈনিক, আইনজীবী, রাজনীতিবিদ ও ৫২ তম মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।
  • ১৯৯২ সালে এই দিনে মৃত্যুবরণ করেন শৈলজারঞ্জন মজুমদার, তিনি ছিলেন বিশিষ্ট সঙ্গীতজ্ঞ, রবীন্দ্রসঙ্গীত শিক্ষক ও রবীন্দ্রসঙ্গীতের স্বরলিপিকার এবং রসায়নবিজ্ঞানের শিক্ষক।
  • ২০১৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ডেভিড আর্থার অ্যালেন, তিনি ছিলেন ইংরেজ ক্রিকেটার।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here