আলোকিত ডেস্ক : মুখ থুবড়ে তুরস্কের সৈকতে পড়ে থাকা সিরিয়ান শিশু আয়লানের (৩) কথা মনে আছে নিশ্চয়ই। সম্প্রতি বিশ্ব বিবেক নাড়িয়ে দিয়েছে এমন আরও একটি ছবি। যুক্তরাষ্ট্রে পাড়ি জমাতে গিয়ে মেক্সিকোর রিও গ্রান্দে নদীতে ডুবে মরেছেন এল সালভাদরের থেকে আসা বাবা মার্টিনেজ ও শিশু ভ্যালেরিয়া (২)। বাবার গলা জড়িয়ে নদীর তীরে মেয়ের উপুড় হয়ে পড়ে থাকা দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন মেক্সিকান ডেইলির সাংবাদিক লা জর্নান্দা। ২০১৫ সালে আয়লানের মৃত্যুর কথা স্মরণ করিয়ে বাবা-মেয়ের এই ট্র্যাজিক মৃত্যুকে টুইটারে আখ্যা দেওয়া হচ্ছে, ‘আমেরিকা’স আয়লান কুর্দি মোমেন্ট’ হ্যাশট্যাগে। খবর ডেইলি সাবাহর।
আমেরিকার টেক্সাস থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে ঘটেছে এই হৃদয় বিদারক ঘটনা। মেয়ে ভ্যালেরিয়াকে পিঠে নিয়ে খরস্রোতা নদী পার হতে চেয়েছেন অস্কার মার্টিনেজ। সঙ্গে ছিলেন স্ত্রী তানিয়া ভানেসা। মার্টিনেজ মেয়েকে নিয়ে নদীতে নেমে গেলেও সাহস পাননি তানিয়া। তিনি তীরে দাঁড়িয়ে অসহায় হয়ে দেখছিলেন বাবা-মেয়ের জীবনমৃত্যুর লড়াই।
তানিয়া বলেন, তারা দুজন প্রায় তীরের কাছাকাছি পৌঁছে গিয়েছিল। স্রোতের কারণে এক পর্যায়ে মেয়েকে টি শার্টের ভেতর জড়িয়ে নেন মার্টিনেজ, যাতে মেয়েটি ভেসে না যায়। কিন্তু মাঝ নদীতে গিয়ে আর রক্ষা হয়নি। রোববার (২৩ জুন) বিকেলে নদীর তীরে ভেসে উঠে বাবা-মেয়ের মৃতদেহ।
যুদ্ধ-বিগ্রহ ও নিজ দেশের অভ্যন্তরীণ সংকটের কারণে দেশ ছাড়তে বাধ্য হচ্ছে সিরিয়া, লিবিয়া, ইয়েমেন, গুয়াতেমালো, এল-সালভেদর, হন্ডুরাস’সহ বিভিন্ন দেশের হাজারো মানুষ। ইউরোপ ও আমেরিকার মতো স্বপ্নের দেশে পা রাখতে গিয়ে তারা সমুদ্র পথে বেছে নিচ্ছে ঝুঁকি। মারা যাচ্ছে পানিতে ডুবে। তবে উন্নত দেশগুলো শরণার্থীদের আশ্রয় দিতে খুব একটা উদার নয়।