আলোকিত ডেস্ক: মহান ২৯ অগ্রহায়ণ হযরত শাহসূফী ইসলাম মাওলা (ক.)’র ৩৭ তম বার্ষিক ওরশ ও জনাব কেবলার বিবি ছাহেবার ফাতেহা শরীফ উপলক্ষে প্রস্তুতি সভা আগামী কাল ২৫ অক্টোবর শুক্রবার বা’দ এশা বোয়ালখালী আহলা দরবার প্রাঙ্গনে তরিকতে মাওলা গ্রুফ বাংলাদেশের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হবে।
শাহজাদা মুফতি সৈয়্যদ মাঈনুল ইসলাম জুনায়েদের সার্বিক তত্বাবধানে ছদারত করবেন পীরে তরিকত হযরত শাহসূফী সৈয়্যদ এমদাদুল ইসলাম (ম.)। উক্ত সভায় সকল আশেক ভক্তবৃন্দদের উপস্থিত থাকার জন্য তরিকতে মাওলা গ্রুপ বাংলাদেশ এর পক্ষ থেকে আহবান জানিয়েছেন।