আহলে সুন্নাত ওয়াল জামা’য়াত বাংলাদেশ বোয়ালখালী উপজেলা শাখার অভিষেক অনুষ্ঠান আজ রবিবার উপজেলার আদর কমিউনিটি সেন্টারে বিকাল ৫টায় অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন আহলে সুন্নাত ওয়াল জামা’য়াত বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত চেয়ারম্যান শেরে মিল্লাত আল্লামা মুফতি ওবাইদুল হক নঈমী (ম.)। বিশেষ অতিথি থাকবেন আহলে সুন্নাত ওয়াল জামা’য়াত বাংলাদেশ কেন্দ্রীয় মহাসচিব পীরে ত্বরিকত সৈয়দ মসিহদৌল্লাহ (ম.), প্রধান বক্তা থাকবেন আহলে সুন্নাত ওয়াল জামা’য়াত বাংলাদেশের কেন্দ্রীয় মুখপাত্র এডভোকেট সৈয়দ মোছাহেব উদ্দিন বখতেয়ার। উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন আহলে সুন্নাত ওয়াল জামা’য়াত বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার সিনিয়র সহ-সভাপতি আল্লামা মুফতি কাজী আবদুল ওয়াজেদ (ম.)। এতে আরো দেশ বরেণ্য ওলায়েমে কেরামগণ উপস্থিত থাকবেন।
আহলে সুন্নাত ওয়াল জামা’য়াত বাংলাদেশ বোয়ালখালী উপজেলা শাখার সভাপতি মুফতি আবদুর রহীম আলকাদেরী ও সা. সম্পাদক কাজী ওবাইদুল হক হক্কানী উক্ত অনুষ্ঠানে সকল সুন্নী জনতাকে উপস্থিত হয়ে অভিষেক অনুষ্ঠান সফল করার আহবান জানান।