অনলাইন ডেস্ক : বোয়ালখালী উপজেলার ঐতিহ্যবাহী আহলা দরবার শরীফের উদ্যোগে জিয়ারতে আউলিয়া কাফেলা কমিটি বাংলাদেশের ব্যবস্থাপনায় চট্টগ্রামের ঐতিহ্যবাহী মাজারসমূহ জিয়ারত করেন।

শুক্রবার (২৬ এপ্রিল) সকাল ৯টায় আহলা দরবার শরীফ জিয়ারতের মধ্যে দিয়ে এর উদ্বোধন করেন আহলা দরবারের সাজ্জাদানশীন পীরে তরিক্বত সৈয়দ মো. এমদাদুল ইসলাম মাইজভান্ডারী (ম.)।

আহলা দরবারের শাহজাদা মুফতি সৈয়দ মাঈনুল ইসলাম জুনায়েদ এর সার্বিক তত্ত্বাবধানে দক্ষিণ চট্টগ্রামের ইয়াছিন আউলিয়া, আকবর শাহ (র.), আমির ভান্ডার দরবার শরীফ, শাহচান্দ আউলিয়া মাজার, চন্দনাইশ রহমানীয়া দরবার, শেরে বাংলা শাহ মাজার হয়ে মাইজভান্ডার দরবার জেয়ারতের মাধ্যমে কাফেলা শেষ হয়।

এই সময় উপস্থিত ছিলেন কাজী মঈন উদ্দীন ফারুক মিন্টু, আবছার উদ্দীন, আবু হেনা মোস্তফা কামাল, মওলানা ফরিদ আলম জামি, মাওলানা ইলিয়াস আমেরী, আবু তৈয়ব আজমেরী, মো. আবদুল মন্নান, আবুল বশর, খোকন মেম্বার, মোস্তফা মেম্বার, দিদারুল ইসলাম, মো. ইউনুস মিয়া ও সাইফুদ্দীন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here