ধারা বিবরন জরিমানা

১৩৭ – সাধারন জরিমানা – ২০০/-
১৩৯ – হাইড্রলিক হর্ন ব্যাবহার – ১০০/-
১৪০ – পুলিশ অর্ডার অমান্য বা অসহযোগিতা – ৫০০/- ( S A A F)
১৪০ – ট্রাফিক সিগনাল অমান্য – ৫০০/-(Same as Special Fine)
১৪২ – অনিয়ন্ত্রিত ড্রাইভিং – ৩০০/-
১৪৬ – দুর্ঘিটনা ঘটালে – ৫০০/-
১৪৯ – নিরাপত্তা ছাড়া বাইক চালালে – ৩০০/-
১৫০ – কালো ধোয়া বের হলে – ২০০/-
১৫১ – অনুমতি ছাড়া মোডিফাই করলে (রঙ বা অন্য) – ১২৫০/-
১৫২ – রেজিস্ট্রেশন ,ফিটনেস বা রুট পারমিট ছাড়া চালালে – ৭০০/-
১৫৪ – সিট সংখ্যার চেয়ে ওভারলোডিং করলে – ৫০০/-
১৫৫ – বাইকের ইনস্যুরেন্স ছাড়া চালালে – ৫০০/-
১৫৬ – ড্রাইভিং লাইসেন্স ছাড়া বাইক চালালে – ৫০০/-
১৫৭ – রাস্তা বা পাবলিক প্লেস বাইক দিয়ে ব্লক করে রাখলে – ২৫০/-
১৫৮ – অনুমোদন ছাড়া বাইক চালালে – ২৫০/-
হেলমেট বিহিন অবস্থায় বাইক চালালে ১০০ থেকে ৬০০ মধ্যে যে কোনো এমাউন্ট ফাইন করতে পারে।

(ট্রাফিক আইন মেনে চলুন নিরাপদ থাকুন)

এবি/টিআর

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here