সেকান্দর আলম বাবর
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বােয়ালখালী উপজেলা আওয়ামী লীগের তৃণমূল সমাবেশ গতকাল ৩১ অক্টোবর রবিবার বিকেলে উপজেলা ফুলতল সংলগ্ন আদর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মােছলেম উদ্দিন আহমদ এমপি। উপজেলা আ.লীগের সভাপতি মাে. নুরুল আমিনের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক শাহাদাত হােসেনের সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন। দক্ষিণ জেলা আ.লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান।
সভার দ্বিতীয়পর্বে উপজেলার সাত ইউনিয়নে আ.লীগের চেয়ারম্যানের প্রত্যাশীদের নাম সংগ্রহ করা হয়। এতে সাত ইউনিয়নে মােট ৪৮জন প্রার্থী তাদের মনােনয়ন প্রত্যাশার কথা উপস্থিত নেতৃবৃন্দ ও দলীয় কর্মীদের সামনে জানান।
মনােনয়ন প্রত্যাশীদের মধ্যে ৪নং শাকপুরা ইউনিয়নে ৮জন-
তারা হলেন বর্তমান চেয়ারম্যান আবদুল মান্নান মােনাফ, উপজেলা আ.লীগের সহ সভাপতি আবদুর রউফ, সদস্য গিয়াস উদ্দিন সােহেল, মাে, মােহসিন উদ্দীন, আ.লীগ নেতা নুরুল আলম, আবুল মনছুর বাবলা, যুবলীগের মাে. নাছির উদ্দিন, মাে. মাহবুবুল আলম।
৫নং সারােয়াতলী ইউনিয়নে ৬জন-
তারা হলেন, বর্তমান চেয়ারম্যান মাে. বেলাল হােসেন, উপজেলা আ.লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এস এম দেলােয়ার হােসেন হাসান, কৃষি বিষয়ক সম্পাদক মােশারফ হােসেন, সদস্য কার্তিক শীল, ইউনিয়ন আ.লীগ সা, সম্পাদক মাে. আবুল মােকারম, উপজেলা স্বেচচ্ছাসেবকলীগ সা, সম্পাদক মাে. সাইদুল আলম।
৬নং পোপাদিয়া ইউনিয়নে ৫জন-
তারা হলেন, বর্তমান চেয়ারম্যান এস এম জসিম উদ্দিন, উপজেলা আ.লীগের সদস্য সৈয়দ শামসুল আবেদীন তারেক, ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ বিশ্বাস বাপ্পী, সাবেক ছাত্রলীগ নেতা মামুনুর রশিদ মামুন, শেখ মুজিব উদ্দিন।
৭নং চরণদ্বীপ ইউনিয়নে ১০জন-
তারা হলেন, বর্তমান চেয়ারম্যান মাে. শামসুল আলম, উপজেলা আ.লীগের সহ সভাপতি নুরুল আবছার, মােহাম্দ ইলিয়াছ জাফর, যুব ও ক্রীড়া সম্পাদক মাে. নুরুল আমিন খান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মাে, মােস্তফা কামাল, ইউনিয়ন আ.লীগ সভাপতি জিএম বাবর চৌধুরী, সাধারণ সম্পাদক আনিসুর রহমান মাে, বাবর, আ.লীগ নেতা মাে. ইউনুছ, মােবারক ইসলাম।
৮নং শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নে ৮জন-
তারা হলেন, বর্তমান চেয়ারম্যান মােহামুদ মােকারম, ইউনিয়ন আ.লীগের সভাপতি রতন চৌধুরী, সাধারণ সম্পাদক ইসমাইল হােসেন খােকন, উপজেলা আ.লীগের সহ সভাপতি মাে. নুরুল হুদা, সাংগঠনিক সম্পাদক জমির উদ্দিন, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক মাে. সেকান্দর আলম বাবর, সদস্য শওকত হােসেন, ছাত্রলীগ নেতা এস এম কাজেম।
৯নং আমুচিয়া ইউনিয়নে ৩জন-
তারা হলেন, বর্তমান চেয়ারম্যান কাজল দে, উপজেলা আ.লীগের সদস্য অজিত বিশ্বাস, ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আবদুল আল নােমান।
১০নং আহল্লা কড়লডেঙ্গা ইউনিয়নে ৭জন-
তারা হলেন, সাবেক চেয়ারম্যান মনসুর আহমদ, দিদারুল ইসলাম, আ.লীগ নেতা কুমকুম দাশ, মাে, সফিউল আজম, ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মাে, আবদুল্লাহ বিন হারুন রিপন, মােহাম্মদ মিয়া, উপজেলা যুবলীগ সা, সম্পাদক ওসমান গণি।