অনলাইন ডেস্ক: কানুনগোপাড়া স্যার আশুতোষ সরকারি কলেজের অধ্যক্ষ সাগর কান্ত দে শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ড. শহীদুল্লাহ গোল্ডেন এ্যাওয়ার্ড পাওয়ায় ফুলের শুভেচ্ছা জানিয়েছে কলেজ ছাত্রলীগ নেতৃবৃন্দ।
২০মে সোমবার দুপুরে স্যার আশুতোষ কলেজ ছাত্রলীগের উদ্যোগে এ শুভেচ্ছা জানানো হয় । এ সময় উপস্থিত ছিলেন, আশুতোষ কলেজ ছাত্রলীগের সভাপতি সঞ্জয় ভঞ্জ, ছাত্রলীগ নেতা চমক চৌধুরী রাজ, সৌরভ, রনি, পাপ্পু, তুর্জয়, নিল, শিমুল, রাজদ্বীপ, সৌরভ, শিমুল প্রমূখ ।
উল্লেখ্য,গত ১৮মে ঢাকার সেগুন বাগিচায় গুড গর্ভন্যান্স এন্ড হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি আয়োজিত অনুষ্টানে এ এ্যাওয়ার্ড দেওয়া হয়।