নিজস্ব প্রতিবেদক : ভোলায় ফেসবুকে আল্লাহ ও রাসূল (স.)’কে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ও সাধারণ জনতার উপর পুলিশের অতর্কিত গুলির নির্দেশদাতার বিচারের দাবীতে বোয়ালখালীতে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ অক্টোবর) বিকেলে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা, ছাত্রসেনা বোয়ালখালী উপজেলা ও পৌরসভা শাখার যৌথ আয়োজনে এ বিক্ষোভ মিছিল উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে উপজেলা পরিষদ চত্বরে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট বোয়ালখালী পৌরসভার সভাপতি জাহাঙ্গীর আলম। এতে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন যুবসেনা বোয়ালখালী পৌর সভাপতি মো. নাছের, সা. সম্পাদক মো. সেকান্দর। প্রধান বক্তা ছিলেন ইসলামী ছাত্রসেনার বোয়ালখালী পৌরসভার সহ-সভাপতি মো. রাশেদুল আলম। এতে আরো বক্তব্য রাখেন ছাত্র নেতা মো. ইসহাক, রবিউল করিম, আরিফুল ইসলাম, মুসলিম উদ্দিন, মাওলানা আবদুর রশীদ, সোহরাব হোসেন, শফিউল আলম, আরমান সোহেল প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, দোষীদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানানো হয়। অন্যথায় আরো কঠোর কর্মসূচির ঘোষণা করার হুশিয়ারি দেন।