নগর প্রতিনিধি

ছুন্নিয়ত ও মাইজভা-ারী তরিকার প্রচারপ্রসারে আল্লামা সৈয়দ আমিনুল হকফরহাদাবাদী (কঃ)’র অবদান শীর্ষক আলোচনা সম্পন্ন

গাউছে জমান, মুফতিয়ে আজম আল্লামা সৈয়দ আমিনুল হকফরহাদাবাদী (কঃ)’র ৭৭তম বার্ষিক ওরশ উপলক্ষ্যে তিনদিন ব্যাপী কর্মসূচীর অংশ হিসাবে ৮ ডিসেম্বর’২১ বাদ জোহর আল্লামা ফরহাদাবাদী একাডেমী’র ব্যবস্থাপনায় “ছুন্নিয়ত ও মাইজভা-ারীতরিকার প্রচার প্রসারে আল্লামা সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী(কঃ)’র অবদান শীর্ষক আলোচনা সভা ‘ফরহাদাবাদ আমিনিয়া ফয়জুল উলুম মাদ্রাসা হলে শাহজাদা সৈয়দ নুরুল আলম ফরহাদাবাদীর সভাপতিত্বে অনুষ্টিত হয়।

একাডেমীর সাধারণ সম্পাদক গোলামুর রহমান রাজুর সঞ্চালনায় মেহমান ছিলেনশাহসুফি সৈয়দ মুহাম্মদ হাসান ফরহাদাবাদী, শাহসুফি সৈয়দ মুহাম্মদ হোছাইন ফরহাদাবাদী, শাহজাদা সৈয়দ জামাল উদ্দিন, শাহজাদা ইঞ্জিনিয়ার সৈয়দ রিদুয়ানুল আমিন।

মওলানা শেখ আরিফুর রহমানের স্বাগত বক্তব্যের পর আলোচনায় অংশ নেন অধ্যক্ষ সৈয়দ খোরশেদুল আলম, আল্লামা শায়েস্তা খান আল আজহারী,অধ্যাপক আল্লামা আবদুর রহিম মুনিরী, আল্লামা সৈয়দ আহমদুল হক মাইজভা-ারী ও আল্লামা আলী মর্তুজা সিরাজি প্রমূখ।

বক্তারা” ছুন্নিয়ত ও মাইজভা-ারী তরিকার খেদমতে আল্লামা ফরহাদাবাদীর ঐতিহাসিক অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করে বক্তারা আরো বলেন এলমে শরিয়ত ও এলমে তরিকতের জটিল বিষয়াবলী নিয়ে আল্লামা ফরহাদাবাদী যে সব কিতাবাদী রচনা করেছেন সেগুলোর গবেষনা ও চর্চা করার উপর গুরুত্বারোপ করেন।

উক্ত আলোচনায় উপস্থিত ছিলেন সাফায়াতুল ইসলাম সাবাল, মেম্বার মিল্লাত হোসেন, এনামুল হক মুহুরী, শামশুল আলম, হাফেজ শেখ আহমদ, হাফেজ সালাউদ্দিন, হাফেজ নুরুল আনোয়ার বেলাল, হাফেজ জাহেদসহ একাডেমীর সকল কর্মকর্তাবৃন্দ।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here