প্রতিনিধি :

বোয়ালখালী উপজেলার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে কাস্তে প্রতীকের প্রার্থী অনুপম বড়ুয়া পারুর প্রচারণায় ব্যাপক সাড়া পড়েছে।

গত ২০ ডিসেম্বর প্রতীক বরাদ্দের পর তিনি আমুচিয়া ইউনিয়নে নির্বাচনী প্রচারণায় নামেন। অনরপম বড়ুয়া পারু বলেন, ইতিহাস, ঐতিহ্যে সমৃদ্ধ আমুচিয়া ইউনিয়ন। শিক্ষা-সংস্কৃতি-ক্রিড়ায় এমনকি বৃটিশ বিরোধী আন্দোলন ও স্বাধীনতা সংগ্রামে এ অঞ্চলের মানুষের রয়েছে অনস্বীকার্য অবদান। কিন্তু সেই গৌরবকে ম্লান করে দিয়ে গুটি কয়েক ব্যক্তি বিত্তশালী হয়েছেন শান্তিপ্রিয় মানুষকে শোষণ করে।

No description available.তিনি বলেন, ইউনিয়ন পরিষদ সবার। ইউপি সদস্যরাই প্রকৃত অর্থে এলাকার উন্নয়নে কাজ করেন। তাই ইউনিয়নের সামগ্রিক উন্নয়ন ও সেবা সরাসরি জনগনের দুয়ারে পৌঁছাতে হলে সুষমবন্টন জরুরী।

বিগত দিনে এ ইউনিয়নে নিরীহ মানুষকে ভিটেমাটি ছাড়া করা, ওয়ারিশন সনদ বাণিজ্য, বয়স্ক, বিধবা, প্রতিবন্ধি ও মাতৃত্বকালিন ভাতাসহ বিভিন্ন ভাতা প্রদানে অর্থ বাণিজ্য হয়েছে। এমনকি সুপেয় পানির নলকূপ বরাদ্দেও হয়েছে স্বজনপ্রীতি। যারা এসব কর্মকান্ডের সাথে জড়িত তাদের বয়কট করার উপযুক্ত সময় হলো ৫ জানুয়ারি।

অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করে তিনি বলেন, অতীত কর্মকান্ডে প্রতিদ্বন্দ্বি প্রার্থী ভীত। তিনি ভোটারদের ওপর আস্থা রাখতে পারছেন না বলে কাস্তে প্রতীকের পোস্টার ব্যানার ছিঁড়ছেন ও পোড়াচ্ছেন।

এলাকাবাসী এবং ভোটারদের উদ্দেশ্যে বলবো, আপনারা কাস্তে প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করুন। বিজয় আপনাদের। পরিষদও হবে আপনাদের। আপনাদের মতামত নিয়েই পরিচালিত হবে এ ইউনিয়ন। কারো প্ররোচনায় বা প্রলোভনে নয়, এলাকার কথা মাথায় রেখে কেন্দ্রে গিয়ে ভোট দিবেন। ভোট দিতে না পারলে প্রতিবাদ করবেন। এ ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন নৌকা প্রতীকে কাজল দে ও কাস্তে প্রতীকে অনুপম বড়ুয়া পারু।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here