প্রতিনিধি:
আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে বোয়ালখালী উপজেলার ৯নং আমুচিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজল দে’র সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২২ অক্টোবর শুক্রবার আমুচিয়ার উদয়ন সংঘ, ধোরলা সার্বজনীন শ্রী শ্রী শ্যামা কালী বাড়ী, শক্তি সংঘ ও বলাকা সংঘের উদ্যোগে পৃথক পৃথক এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সকালে উদয়ন সংঘ আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা সুশীল চক্রবর্তী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান কাজল দে। সংগঠনের কার্যকরী সভাপতি বিপ্লব চক্রবর্তীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ইউপি সদস্য পংকজ চন্দ, মিনা দে, পীযুষ ভট্টাচার্য, বন কুমার দে, যুবলীগ নেতা লিটন বিশ্বাস, ছাত্রলীগ নেতা মো. কাইয়ুম ও ইমরান আদনান চৌধুরী। সন্ধ্যায় শক্তি সংঘ ও বলাকা সংঘের যৌথ উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন শ্যামল দাস।
এড. মানস দাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন শক্তি সংঘের সভাপতি অরুণ দাশ, বলাকা সংঘের সভাপতি টিটু বৈদ্য, সাধারণ সম্পাদক বাবুল বৈদ্য, উপদেষ্টা অমর দাশ, ইউপি সদস্য কুমকুম চৌধুরী, ধোরলা সার্বজনীন শ্রী শ্রী কালী বাড়ীর সাধারণ সম্পাদক সঞ্জয় দে, প্রদীপ চৌধুরী, রঞ্জিত দাশ, শিক্ষক সুমন কান্তি দাশ, শেখ রাসেল স্মৃতি সংসদের সভাপতি মো: কাইয়ুম, সাধারণ সম্পাদক এসএম ইয়াছিন, ইমরান আদনান চৌধুরী ও মো: সাজ্জাদ।
প্রধান অতিথি কাজল দে বলেন, ১৯৮৮ সাল থেকে আপনাদের ভোটে ইউপি সদস্য হিসেবে নির্বাচিত হয়ে জনসেবায় নিয়োজিত রয়েছি। এলাকার শিক্ষা-সংস্কৃতি-ক্রীড়াসহ সকল ক্ষেত্রে উন্নয়ন অব্যাহত রাখার চেষ্টা করেছি। এছাড়া অসামাজিক কার্যকলাপ প্রতিরোধের চেষ্টা করেছি। তাই আগামীতে আপনাদের কাছে কাজ করার সুযোগ চাইছি।
বক্তারা বলেন, যার হাত ধরে এ ইউনিয়নের আমূল পরিবর্তন হয়েছে সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে কাজল দে’র বিকল্প নেই। তাই আগামী নির্বাচনে কাজল দে কে বিপুল ভোটে নির্বাচিত করতে হবে।