বোয়ালখালীতে হামলার ঘটনাটি পূর্ব পরিকল্পিত এবং আমাকে হত্যা করতে এ হামলা চালানোর কথা উল্লেখ করে দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান অভিযোগ করে বলেন, দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এস এম বোরহান উদ্দিনের নেতৃত্বে ২০/২৫ জন সন্ত্রাসী এই হামলা চালিয়েছে।

সারাদেশে বিএনপি নেতাকর্মীদের উপর আওয়ামী লীগ যে হামলা, মামলা ও নির্যাতন শুরু করেছে গত শুক্রবার রাতের ঘটনাটি ছিল তারই ধারাবাহিকতার একটি অংশ। আসন্ন চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনে মানুষ যাতে ভোট কেন্দ্রে যেতে না পারে, মানুষের ওপর আতংক সৃষ্টি করার জন্যই এই হামলার ঘটনা ঘটিয়েছে।

গত শুক্রবার রাতে বোয়ালখালীতে তাঁর গাড়ি বহরে হামলা ও ভাংচুর ঘটনার প্রতিবাদে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। গতকাল শনিবার বিকালে চট্টগ্রাম প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন, বিএনপি সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) মাহবুবের রহমান শামীম, মহানগর বিএনপি সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব মোস্তাক আহমদ খান, বোয়ালীখালী পৌর মেয়র আবুল কালাম আবু।

সংবাদ সম্মেলনে আবু সুফিয়ান বলেন, ঘটনার পরপর বোয়ালখালীর পৌর মেয়র আবুল কালাম আবুকে সন্ত্রাসীরা ফোন করে হুমকি প্রদান করে। তারা হুমকি দিয়ে বলে, আগামীতে বোয়ালখালীতে আসতে হলে ছাত্রলীগের অনুমতি নিয়ে আসতে হবে। শেষবারের মত সতর্ক করে দিলাম।

বিএনপি মানুষের ভোটাধিকার ও মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে যাচ্ছে উল্লেখ করে আবু সুফিয়ান বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সরকার অন্যায়ভাবে কারাগারে বন্দী করে রেখেছে। সরকার বিএনপিকে নিয়মতান্ত্রিক কর্মসূচি পালন করারও সুযোগ দিচ্ছে না। এই অবস্থায় আমাদের চাওয়া, একটি সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসুক, যাতে মানুষ স্বাচ্ছন্দ্যে নির্বিঘেœ ও নির্ভয়ে ভোট দিতে পারে। একটি ভয়মুক্ত পরিবেশ ফিরে আসুক এটাই আমাদের প্রত্যাশা। আগামীতে চট্টগ্রাম-৮ আসনের উপ নির্বাচনে যাতে অবাধ ও সুষ্ঠু পরিবেশে মানুষ ভোট দিতে পারে এই পরিবেশ ফিরে আসুক।

তিনি অভিযোগ করে বলেন, জনগণের উপর আস্থা হারিয়ে সন্ত্রাসের মধ্য দিয়ে ৩০ ডিসেম্বরের মত আরো একটি নির্বাচন করতে চায় সরকার। আমরা সংঘাতের রাজনীতি চাই না। কারো সাথে সাপে-নেউলে সম্পর্ক চায় না। আমরা চায় একটি সুন্দর রাজনৈতিক পরিবেশ। শুক্রবারের এই হামলার ঘটনার বিষয়ে বোয়ালখালী থানায় লিখিত অভিযোগ দিয়েছি। আমরা আশা করবো প্রশাসন এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিবেন।

এ সময় বোয়ালীখালী পৌর মেয়র আবুল কালাম আবু ঘটনার বিবরণ দিয়ে জানান, শুক্রবার রাতে আমার গাড়িতে করে আবু সুফিয়ানসহ নেতাকর্মীদের নিয়ে চরণদ্বীপের ইউনিয়ন বিএনপির নেতা কামাল উদ্দিনের আত্মীয়ের জানাজা শেষে শহরে ফেরার পথে ২নং ওয়ার্ডের পাঠানবাড়ি স্কুলের সামনে দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি বোরহান উদ্দিনের নেতৃত্বে ২০/ ২৫ জন সন্ত্রাসী হামলা চালায় এবং ভাংচুর করে আমাদের মেরে ফেলার হুমকি দেয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ মিয়া ভোলা, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলী আব্বাস, সদস্য অধ্যাপক শেখ মো. মহিউদ্দিন, এনামুল হক এনাম, মোশাররফ হোসেন, কামরুল ইসলাম হোসাইনী, মনজুর উদ্দিন চৌধুরী, বদরুল খায়ের চৌধুরী, আনোয়ার হোসেন লিপু, মোশাররফ হোসেন দিপ্তী প্রমুখ।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here