স্পোর্টস করেসপন্ডেন্ট: বাংলাদেশের ক্রিকেটারদের সামর্থ্য নিয়ে কোন সন্দেহ নেই ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জি’র। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট পরাজয়ের পর ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেও ব্যর্থ দলের টপ-অর্ডারের ব্যাটসম্যানরা। এক আফিফের ব্যাটে ভর করেই জয় পায় বাংলাদেশ।

দলের ব্যাটসম্যানদের দায়িত্বহীন এই ব্যাটিংয়ের পর সমালোচনা ঝড় বইছে ক্রিকেট পাড়ায়। তবে বাংলাদেশ দলের ব্যাটিং কোচ ম্যাকেঞ্জি মনে করেন এটাই উন্নতি পথে সবচেয়ে বড় বাধা।

শনিবার (১৪ সেপ্টেম্বর) মিরপুরে দলের অনুশীলন শেষে সাংবাদিকদের এই কথা জানান ব্যাটিং কোচ।  তিনি বলেন, ‘যদি আমি হারার কথা ভাবতাম, তাহলে এখানে থাকতাম না। বাংলাদেশ নিজেদের দেশে খেলছে এবং তাদের রেকর্ড যথেষ্ট ভালো। আপনারা রেকর্ডটা দেখেন, অন্য দলগুলি এখানে এসে কেমন করেছে। আমার কাছে মনে হয়, যে ধরণের প্রতিভা আমাদের রয়েছে, নিজেরা যদি মেলে ধরতে পারে তবে প্রতিটি ম্যাচ জয়ের সুযোগ আছে আমাদের।’

তবে ম্যাকেঞ্জি মনে করেনে এক্ষেত্রে নিজেদের কারনেই নিজেরা পিছিয়ে পড়ছে বাংলাদেশ। ম্যাকেঞ্জি বলেন, ‘কখনও কখনও আমার কাছে মনে হয় আমাদের সবচেয়ে বড় শত্রু বাংলাদেশই। কারণ নিজেদের ওপর অনেক চাপ দিয়ে দেই। দর্শক, সংবাদমাধ্যম ও সবার কাছ থেকে দলের প্রতি বিশ্বাস আসা উচিত। ওরা মানুষ, যন্ত্র নয়। আমাদের দলের প্রতি সমর্থন জোগাতে হবে। কাল যদি আমরা হারি, পরের ম্যাচটি আমরা জিতব। আমরা কখনো হারার জন্য মাঠে নামি না। শতভাগ ইতিবাচক ক্রিকেট খেলার মানসিকতা নিয়ে আমরা মাঠে নামি।’

ম্যাকেঞ্জির ইঙ্গিত হলো, দলের ব্যাটসম্যানদের প্রতি পূর্ণ আস্থা রয়েছে তার। শুধু ধারাবাহিকতা প্রয়োজন, যার জন্য দরকার উৎসাহ।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here