সিআরবি রক্ষা আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার বলেছেন, সিআরবি রক্ষার আন্দোলনে আমি নিজে এবং বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে একাত্মতা প্রকাশ করছি।
গতকাল মঙ্গলবার দুপুরে টাইগারপাসে চট্টগ্রাম সিটি কর্পোরেশন কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। মুক্তিযুদ্ধের সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথম শহীদ চাকসুর তৎকালীন নির্বাচিত জিএস সাবেক ছাত্রনেতা আবদুর রবের কথা স্মরণ করে তিনি বলেন, শহীদ আবদুর রবসহ মুক্তিযুদ্ধে অসংখ্য শহীদের কবর সিআরবিতে রক্ষিত রয়েছে। এই কবরের ওপর কোনো বাণিজ্যিক স্থাপনা নির্মাণ করা শহীদদের প্রতি অবমাননার শামিল। সিআরবিতে কোনো স্থাপনা নির্মাণ করতে আমরা দেব না।