নগর প্রতিবেদক :
চট্টগ্রাম জপমালা রানী ক্যাথিড্রালের আর্চ বিশপ হাউজের চ্যাপেল করিডোরে আনুষ্ঠানিকভাবে উম্মোচিত হল স্বর্গদূত গাব্রিয়েলের ফুল ফিগার স্টোন কাস্ট ত্রিমাত্রিক প্রতিকৃতি ভাস্কর্য।
২৭ মে বিকেল ৩টায় ভাস্কর্যটি উম্মোচিত হয়েছে। চট্টগ্রাম ধর্মপ্রদেশের কোন চ্যাপেলে এই প্রথম এঞ্জেল গ্যাব্রিয়েল’র দৃষ্টিনন্দন ভাস্কর্যের প্রতিস্থাপন এটি। ভাস্কর্যটি বিশপ হাউজের চ্যাপেল করিডোরে সার্বক্ষনিক প্রদর্শিত হবে। পবিত্র বাইবেলে বর্ণিত পৌরানিক চরিত্র গাব্রিয়েলের ভাস্কর্যটি টানা দুই মাস কাজ করে নির্মাণ করেন খ্যাতিমান ভাস্কর, চ.বি গবেষক ডি. কে দাশ মামুন। উম্মোচন অনুষ্ঠানে সম্মানিত অতিথি বর্গের মাঝে উপস্থিত ছিলেন- কবি ও লেখক ঢা.বি ভিজিটিং প্রফেসর রেভারেন্ট ফাদার জসেফ জীবন গোমেজ (সুহৃদ), অধ্যাপক উপানন্দ মহাথের, রাজনীতিক হাবিবুর রহমান হাবিব, সমাজ ও সংস্কৃতি বিশ্লেষক দেবব্রত দে দেবু, বাগ্মী সুখময় চক্রবর্তী, সাংস্কৃতিক সংগঠক মো. তাজুল ইসলাম রাজু, প্রশান্ত কুমার বড়–য়া, সংগঠক মোশারফ হোসেন খান রুনু, সাংবাদিক মুকুল শিকদার, মি. লক্ষণ রায়, নাট্যকর্মী মোহাম্মদ আকতার হোসেন, মিসেস রুপা রায়, মো: রাকিব, শিক্ষানবীশ ভাস্কর সজিব মিত্র প্রমুখ।
শুরুতে উদ্বোধনী সংগীত পরিবেশন করেন, শিল্পি বৃষ্টি দাশ।
উম্মোচন অনুষ্ঠানে অতিথিবৃন্দরা বলেন- শিল্পের নন্দন সুধা শিল্প প্রেমীর হৃদয়ে স্বর্গীয় অনুভুতি জাগায়। স্বর্গদূত গাব্রিয়েলের ভাস্কর্য শিল্পকর্মটি নন্দন সৌকর্যে একটি উৎকৃষ্ট উপাদান হয়ে থাকবে। ধর্মীয় আবেগ, অনুভুতি, বিশ্বাস এর বাইরেও সর্ব সাধারণের কাছে এই ভাস্কর্যটি নিটোল আনন্দের উর্মি-হিন্দোল জাগাবে। বক্তারা আরও বলেন, চার্চ ভিত্তিক যেসকল উৎকীর্ণ কিংবা ত্রিমাত্রিক ভাস্কর্য স্থাপিত হয়েছে সেক্ষেত্রে বাংলাদেশে প্রথম চট্টগ্রামের পাথারঘাটা জপমালা রানী ক্যাথিড্রালে স্বর্গদূত গাব্রিয়েলের ভাস্কর্য উম্মোচিত হল- এটি গৌরবের বিষয় হয়ে থাকবে। অনুষ্ঠানের শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পীগণ অংশ নেন।