সন্দীপনার ২১ শে ফেব্রুয়ারীর কর্মসূচীর ৩য় দিবসে সেমিনারে বক্তারা

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সন্দীপনা কেন্দ্রীয় সংসদ আয়োজিত ৫ দিন ব্যাপী কর্মসূচীর ৩য় দিনে “মাতৃভাষা বাংলার বেদীমূলে বঙ্গবন্ধু ও বাংলাদেশ’’ শীর্ষক সেমিনার সকাল ১০টায় সংগঠনের দোস্ত বিল্ডিংস্থ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ও উদ্বোধক ছিলেন ইউএসটিসির প্রাক্তন ভিসি ডাঃ প্রভাত চন্দ্র বড়–য়া ও সংস্কৃতিসেবী তপন চক্রবর্ত্তী। প্রবন্ধ পাঠ করেন আচার্য দীনেশ চন্দ্র সেন রিসার্স সোসাইটি ভারতের সাধারণ সম্পাদক অধ্যাপক দেবকন্যা সেন। অতিথিবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন-চবি অধ্যাপক প্রনব মিত্র চৌধুরী, সাংস্কৃতিক বিশ্লেষক সজল চৌধুরী, প্রাবন্ধিক সিদ্দিকুল ইসলাম, সংগঠক পূর্ণেন্দু বিকাশ বড়–য়া, বীর মুক্তিযোদ্ধা এম.এ সালাম, সংগঠক প্রনব রাজ বড়–য়া, অধ্যাপক অজিত কান্তি দাশ। সেমিনারে আলোচনায় অংশ নেন গীতিকার ইমরান ফারুকী, শিক্ষিকা তাহেরা খাতুন, কম্পিউটার আইটি বিশেষজ্ঞ ধনঞ্জয় শর্মা, মোপলেস সভাপতি সজল দাশ, মোস্তাফিজুর রহমান মানিক, নিবেদিতা আচার্য, সাংবাদিক মুকুল সিকদার, হারুন অর রশিদ, মোহাম্মদ রাশেদ, এম.ডি.এইচ. রাজু, শিল্পী বৃষ্টি দাশ প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন-সংগঠক তাজুল ইসলাম রাজু। শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন-সন্দীপনার সিনিয়র সহসভাপতি শিক্ষাবিদ বাবুল কান্তি দাশ।

আন্তজার্তিক মাতৃভাষা দিবস উদযাপন পরিষদ-২০২০ এর মহাসচিব নাট্যকর্মী মোঃ রাশেদ এর সঞ্চালনায় সেমিনারে বক্তারা বলেন-বিশ্বদরবারে বাংলা সাহিত্য আজ স্বগৌরবে সমাদৃত। সেই সুউচ্চ পরিমাপে বাংলা ভাষা ও বাংলাদেশকে পৌঁছে দিতে আজীবন সংগ্রাম মুখরতায় ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মুজিব বর্ষের প্রাক্কালে ভাষা দিবসের এই সময়ে জাতির পিতার নিপুণ দক্ষতা পূর্ণ নির্দেশনা ছিল দিগভ্রান্ত বাঙ্গালী জাতির পরম পাওয়া। বায়ান্নে যেমন বঙ্গবন্ধু ভাষার জন্য লড়েছিলেন সেই উদ্যম আর নিপুণ কৌশলপূর্ণ নির্দেশনা, রাজনৈতিক প্রজ্ঞায় পূর্ব পাকিস্তান স্বাধীন বাংলাদেশে পরিণত হয়েছে। একমাত্র বঙ্গবন্ধুর জীবনবাজীর ফল ছিল স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ। বক্তারা আরো বলেন বঙ্গবন্ধু, বাংলাদেশ আর বাংলা ভাষা এক ও অভিন্ন। সবুজ জমিনে লাল সুর্যের রক্ত রাঙ্গা পতাকা বাঙ্গালীর স্বাধিকার এসব ঐ এক স্বপ্ন দ্রষ্টার লালিত আস্থা আর বিশ্বাসের প্রতিফলন। সেখান থেকে জয়বাংলা। কারণ ‘জয় বাংলা’ শ্লোগানে বাঙ্গালী হাসতে হাসতে বুলেট বোমার সামনে বুক পেতে দিতে পারে। অনুষ্ঠানের ২য় পর্বে ভাষার গান পরিবেশন করেন-শিল্পী মুসলিম আলী জনি, শিল্পী হানিফুল ইসলাম, শিল্পী বৃষ্টি দাশ, শিল্পী কানাই দেব শুভ ও শিল্পী সিনতিয়া তাবসসুম ঋতু, শিল্পী জ্যোতি শর্মা, শিল্পী মৈত্রী আচার্য, শিল্পী স্বপ্নময়ী সিকদার, শিল্পী স্বর্ণময়ী সিকদার প্রমুখ।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here