প্রতিনিধি :

বোয়ালখালী প্রেস ক্লাব নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন পৌরসভার নবনির্বাচিত মেয়র জহুরুল ইসলাম জহুর।

মঙ্গলবার (২৬ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে বোয়ালখালীতে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি বলেন, আমার দীর্ঘ রাজনৈতিক জীবনের প্রতিটি কাজে আপনারা (সাংবাদিকরা) যেভাবে সহযোগীতা করেছেন, আগামীতেও তা অব্যাহত রেখে আধুনিক বোয়ালখালী পৌরসভা গড়তে সবার সহযোগিতা কামনা করেন।

এ সময় তিনি জানান, পরিস্কার পরিচ্ছন্ন পৌর এলাকাকে শতভাগ আলোকিত ও রাস্তা ঘাট সংস্কার করে যান চলাচলের উপযোগী করে তোলাসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের জলাবদ্ধতা এবং যানজটমুক্ত করতে পরিকল্পনা নেওয়া হচ্ছে। এতে সবার সহযগীতা প্রয়োজন।

এতে বক্তব্য রাখেন, সাংবাদিক মুহাম্মদ মুজাহিদুল ইসলাম, বোয়ালখালী প্রেস ক্লাব সভাপতি এস এম মোদ্দাচ্ছের, আবুল ফজল বাবুল, এম এ মন্নান, কাজী আয়েশা ফারজানা, শাহীনুর কিবরিয়া মাসুদ, রাজু দে, প্রলয় চৌধুরী মুক্তি।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here