আজ ১৭ই রমজান ঐতিহাসিক বদর দিবস

আমাদের সবারই জানা আছে আজ ১৭ই রমজান ঐতিহাসিক বদর দিবস । এই দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নেতৃত্বে বদর প্রান্তে ইসলাম ও বাতিলের মাঝে প্রথম যুদ্ধ সংঘটিত হয়েছিল । সত্য ও মিথ্যার এ লাড়াইয়ে মহান আল্লাহ্‌ তায়ালা রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর কাছে তাঁর প্রতিশ্রুত সাহায্য মুসলিমদের জন্য পাঠিয়েছিলেন এবং সত্য জয় লাভ করেছিল । মুশরিকদের প্রায় ১০০০ জন সৈন্যের বিপরীতে ৩০০ এর চেয়ে কিছু বেশি মুসলিম অত্যন্ত সামান্য পরিমাণ যুদ্ধাস্ত্র নিয়ে অসম এই লড়াইয়ে সময়ের দাবী পূরণে ঝাপিয়ে পড়েছিল ।
যুদ্ধ শুরুর আগের দিন রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুশরিক কুরাইশদের সঙ্গে যুদ্ধের ব্যাপারে সাহাবীদের মতামত জানতে চাইলেন । মুহাজিরদের মধ্য হতে বিশিষ্ট কয়েক জন সাহাবী তাদের মত প্রকাশ করার পর হযরত মিকদাদ ইব্‌ন আমর (রা) বললেন-
“হে আল্লাহ্‌র রাসূল, আল্লাহ্‌ তায়ালা আপনাকে যে পথ দেখিয়েছেন তার ওপর আপনি অবিচল থাকুন । আমরা আপনার সঙ্গে রয়েছি । আল্লাহ্‌ তায়ালার শপথ, বনী ইসরাঈল হযরত মূসা আলাইহিস সালাম-কে যে ধরনের কথা বলেছিল, আমরা আপনাকে ওরকম কথা বলব না । বনী ইসরাইলরা হযরত মূসা আলাইহিস সালাম-কে বলেছিল,
‘…..হে মূসা, সেই (শক্তিশালী) লোকেরা যতোক্ষণ সেখানে থাকবে, ততোক্ষণ আমরা কোনো অবস্থায়ই সেখানে প্রবেশ করবো না, তুমিই (বরং) যাও, তুমি ও তোমার মালিক উভয়ে মিলে যুদ্ধ করো, আমরা এখানেই বসে রইলাম । (সূরা মায়েদা-২৪)’
আমরা বলবো যে, আপনি এবং আপনার প্রতিপালক লড়াই করুন, আমরাও আপনার সাথে লড়বো । সেই মহান সত্তার শপথ যিনি আপনাকে সত্যসহ প্রেরণ করেছেন আপনি যদি আমাদের বারকুল গামাদ পর্যন্তও নিয়ে যান তবু আমরা সারা পথ লড়াই করতে করতে আপনার সাথে সেখানে পৌঁছুবো ।”
আনসারদের পক্ষ হতে আনসারদের অধিনায়ক সা’দ ইব্‌ন মা’য (রা) বললেন- “—– । সেই আল্লাহ্‌ তায়ালার শপথ যিনি আপনাকে সত্যসহ প্রেরণ করেছেন, আপনি যদি আমাদের সঙ্গে নিয়ে সমুদ্রে ঝাঁপিয়ে পড়তে চান তবে আমরাও ঝাঁপিয়ে পড়বো । আমাদের একজন লোকও পিছনে পড়ে থাকবে না । আগামীকাল আপনি আমাদের সঙ্গে নিয়ে শত্রুর মোকাবেলা করলেও আমাদের কোন আপত্তি নেই । আমাদের মনে কোন প্রকার দ্বিধাদন্দ্ব নেই । যুদ্ধক্ষেত্রে আমরা রণনিপুণ । এমনও হতে পারে যে, আল্লাহ্‌ পাক আমাদের মাধ্যমে এমন বীরত্বের প্রকাশ ঘটাবেন যা দেখে আপনার চক্ষু শীতল হয়ে যাবে । আপনি আমাদের সঙ্গে নিয়ে চলুন । আল্লাহ্‌ তায়ালা আমাদের যাত্রা পথে বরকত দিন ।”
সেদিন যেমন সাহাবীরা তাদের লোকবল ও যুদ্ধাস্ত্রের স্বল্পতা সত্ত্বেও সময়ের দাবী অনুযায়ী মুশরিকদের বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেননি তেমনি বর্তমানেও যারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, ইসলামের অগ্রযাত্রকে থামিয়ে দিতে চায়, ইসলাম ও মুসলিমদেরকে মুছে ফেলতে চায় তাদের বিরুদ্ধে আজ রুখে দাঁড়াবার সময় এসেছে । মুসলিম মাত্রই আজ সময়ের দাবী হচ্ছে- যেখানেই তারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে সেখানেই তাদেরকে মোকাবেলা করা, তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়া, তাদের বিরুদ্ধে কথা বলা, বিনা চ্যালেঞ্জে তাদেরকে ছেড়ে না দেয়া । বদর প্রান্তে সাহাবীরা যেমন তাদের লোকবল ও যুদ্ধাস্ত্রের স্বল্পতা নিয়ে ভীত বা চিন্তিত ছিলেন না, তেমনি আজও আমাদের কোন কিছুর স্বল্পতা নিয়ে ভীত বা চিন্তিত হওয়া ঠিক হবে না ।
মুসলিম হিসেবে সময়ের দাবী পূরণের তাওফীক আল্লাহ্‌ তায়ালা আমাদের দান করুন- বদর দিবসে এই হোক আমাদের প্রার্থনা ।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here