আবো. ডেস্ক :
মাইজভাণ্ডার আধ্যাত্মিক শরাফতের অন্যতম প্রাণপুরুষ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজণ্ডারীর ৯৪তম খোশরোজ অনুষ্ঠিত হচ্ছে।
রোববার গাউসিয়া হক মঞ্জিলে ব্যাপক কর্মসূচির মধ্য দিয়ে এ খোশরোজ অনুষ্ঠিত হচ্ছে।
জানা গেছে, উরস এন্তেজামিয়া কমিটির উদ্যোগে খোশরোজ শরিফের বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে বাদে ফজর রওজা শরিফে গিলাফ চড়ানো, দিনব্যাপী খতমে কুরআন, জিকির-আজকার, মিলাদ মাহ্ফিল এবং রাত ১০টায় আলোচনা অনুষ্ঠান।
খোশরোজ শরিফ উপলক্ষে উরস এন্তেজামিয়া কমিটির ব্যবস্থাপনায় কেন্দ্রীয় মাহফিলে সভাপতিত্ব করবেন এবং দেশ-জাতি ও বিশ্বের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করবেন গাউসিয়া হক মঞ্জিলের শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের ম্যানেজিং ট্রাস্টি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী।
এন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে খোশরোজ শরিফে সকল ভক্ত-আশেকীনদের প্রাণী-অর্থ-বস্তু হাদিয়ার পরিবর্তে শুভ্রতার প্রতীক ফুল হাতে নিয়ে যোগদান করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে
খোশরোজ উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্যে আরো রয়েছে খোশরোজ শরিফের দিন স্থানীয় দৈনিকে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ, দরবার শরিফ এলাকায় উপদেশ ও দিক-নির্দেশনা সম্বলিত প্রচার, বিশুদ্ধ পানীয় জল, ওযু এবং অস্থায়ী টয়লেটের ব্যবস্থা, নগরের মুরাদপুর হতে দরবার শরিফ পর্যন্ত বিআরটিসি’র বিশেষ বাস সার্ভিস।