আবো. রির্পোট:

একাত্তরের জননী হিসেবে পরিচিত বীরাঙ্গনা ও বিশিষ্ট লেখিকা রমা চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ । বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সমাধিতে শ্রদ্ধা জানাবে।

রমা চৌধুরী ১৯৪১ সালের ১৪ অক্টোবর চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পোপাদিয়া ইউনিয়নে আকুবদন্ডী গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৬১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতকোত্তর করার পর শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু হয় তাঁর। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় তিন সন্তানের মা রমা চৌধুরী পাকিস্তানি বাহিনীর নির্যাতনের শিকার হন। তাঁর বাড়িঘরও পুড়িয়ে দেওয়া হয়। দেশ স্বাধীন হওয়ার পর বেঁচে থাকার সংগ্রামে রমা চৌধুরী বেছে নেন লেখালেখি পেশাকে। অর্ধশতাধীক বইয়ের এই লেখক নিজের লেখা বই বিক্রি করে চলত সংসার। ২০১৮ সালের ৩ সেপ্টেম্বর চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান তিনি।

আলোকিত বোয়ালখালীর পক্ষ থেকে রইল অকুন্ঠ শ্রদ্ধাঞ্জলী।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here