বোয়ালখালী উপাধি প্রাপ্ত রত্মগর্ভা দত্ত পরিবারের বড় সন্তান রেবতি রমন দত্ত। তিনি বোয়ালখালীতে একটি কলেজ একটি বালিকা ও এটি বালক বিদ্যালয় প্রতিষ্ঠাসহ সারা উপমহাদেশে আরো ১১টি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে শিক্ষা ক্ষেত্রে অনন্য অবদান রেখেছেন। আজ ১২জুলাই তাঁর মৃত্যু বার্ষিকীকে আলোকিত বোয়ালখালীর পক্ষ হতে অকুন্ঠ শ্রদ্ধাঞ্জলী। এবার জেনে নেব তাঁর সংক্ষিপ্ত জীবন কর্ম-
রেবতী রমণ দত্ত।
জন্ম ২২-৭-১৮৮৪ইং। মৃত্যু ১২-৭-১৯৬৪ইং
বাবা রসিক চন্দ্র ও মা মুক্তকেশী দত্তের জ্যেষ্ঠ পুত্র,
শিক্ষা- এম.এ; বি.সি.এস.
শিক্ষা অর্জন
প্রাথমিক: ধোরলা গ্রাম। এন্ট্রাস, চট্টগ্রাম মিউনিসিপ্যাল স্কুল : ১৯০২ সমস্ত জিলাতে – দ্বিতীয়, জিলাবৃত্তি লাভ (১৫ মাঃ) আই, এ.: চট্টগ্রাম সরকারী কলেজ : ১৯০৪, জিলাতে প্রথম; জিলাবৃত্তি লাভ (২০ মাঃ)।
বিএ. প্রেসিডেন্সি কলেজ, কলিকাতা – ১৯০৬ (অনার্স – অঙ্ক, বিজ্ঞান, ইংরেজী – প্রথম শ্রেণী) বৃত্তি লাভ।
এম. এ. কলিকাতা বিশ্ববিদ্যালয় – ১৯০৮, ফিজিক্স – প্রথম শ্রেণীতে দ্বিতীয় (স্বর্ণপদক প্রাপ্ত) শিক্ষা জীবনে অত্যন্ত মেধাবী, পরিশ্রমী ও উন্নত চরিত্রের ছাত্র ছিলেন।
কর্মজীবনঃ
স্যার আশুতোষ মুখার্জির (উপাচার্য – কলিকাতা বিশ্ববিদ্যালয়) প্রশংসাপূর্ণ সুপারিশে বি.সি.এস.এ যোগদান করেন। ডেপুটি মেজিষ্ট্রেট – কুমিল্লা (১৯০৮)
রেঞ্জার – পটুয়াখালি (১৯২৬-১৯২৭)
সাবডিভিসানাল অফিসার – জলপাইগুড়ি, ঘাটাল (১৯৩১-৩৫)
রেভিনিউ সেক্রেটারি -ফরিদপুর এবং অন্যান্য জিলা।
মেজিষ্ট্রেট – বাঁকুড়া (১৯৩৫-১৯৪১), বহরমপুর।
ম্যানেজার – বর্ধমান রাজ ষ্টেট – প্রদ্যেত কুমার টেগাের ষ্টেট
অছি পরিষদের সদস্য – তারকেশ্বর ষ্টেট (অনেক কিছু সংস্কার সাধন এবং উন্নতি করেছিলেন)
প্রশংসনীয় কাজঃ
স্বার্থত্যাগ এবং কৃচ্ছসাধন করে ভাইদের উপযুক্তভাবে গড়ে তােলা; দুঃস্থ ছাত্রদের যথাসাধ্য সাহায্য করা, পরি নারায়ণ সেবা এবং শিক্ষাবিস্তার ।
প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান
১। ভগবতী বালিকা বিদ্যালয়-বীরসিংহ এম (ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের জন্মভূমি-মাতা ভগবতী)।
২। জাপাইগুড়ি বালিকা বিদ্যালয় (H. E.)|
৩। বাঁকুড়া বালিকা বিদ্যালয় (H. E.)|
৪। বিভূতি ভূষণ বিদ্যালয় (H. E.)| কানুনগোপাড়া ।
৫। মুক্তকেশী বালিকা বিদ্যালয় (H. E.)| কানুনগােপাড়া।
৬। স্যার আশুতােষ কলেজ – কানুনগােপাড়া ।
৭। বিদ্যাসাগর বিদ্যালয় (H. E.)| ঘাটাল।
৮। রামগড় (H. E.)| বিদ্যালয়।
৯। সংস্কৃত চতুম্পাঠী।
১০। বর্ধমান রাকা কলেজ বিজ্ঞান শাখার প্রবর্তন।
১১। আর্যকন্যা বিদ্যালয়, হালতু, কলিকাতা।
সূত্র-সংবর্তি, কানুনেগাপাড়া ড.বিভূতিভূষণ উচ্চ বিদ্যালয়ের ৭৫বছর পূর্তি প্রকাশনা।
এবি/ মো. তাজুল ইসলাম রাজু/ ১২-৭-২০১৯