ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়— যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানব সভ্যতার আশীর্বাদ-অভিশাপ।
১৯৯১ সালের ২৯ এপ্রিল বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে আঘাত হানে ভয়াবহ সামুদ্রিক ঝড়।
BOB 01 নামে ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ২০০ থেকে ২৩৫ কিলোমিটার পর্যন্ত। এই ঝড়ের ফলে প্রায় ২০ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস উপকূলীয় এলাকা প্লাবিত করে।
এতে সরকারি হিসাব মতে, এক লাখ ৩৮ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারান। মানুষ ছাড়াও সেদিনের তাণ্ডবে মারা পড়ে লাখ লাখ গবাদি পশু। নষ্ট হয় বিস্তীর্ণ ফসলি জমি। ধ্বংস হয় বিপুল সংখ্যক স্থাপনা। ধ্বংসস্তূপের বাগাড়ে পরিণত হয় আক্রান্ত অঞ্চল। তাণ্ডবলীলার সাক্ষী হয়েছিল দেশের ১৩টি জেলার ৭৪টি উপজেলার দেড় কোটি মানুষ।
সেদিনের দুঃসহ স্মৃতি আজও বয়ে বেড়ান বেঁচে যাওয়া অনেকে।








