উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
তোয়ালে দিবস
Towelday-Innsbruck.jpg

Towel Day 2005, InnsbruckAustria, where, by his own account, Adams got the inspiration to write the Guide.
আনুষ্ঠানিক নাম তোয়ালে দিবস
পালনকারী fans of the author Douglas Adams
ধরন আন্তর্জাতিক
পালন carrying a towel throughout the day
তারিখ ২৫শে মে
সম্পর্কিত ডগলাস অ্যাডামসThe Hitchhiker’s Guide to the Galaxy

তোয়ালে দিবস প্রতি বছর মে মাসের ২৫ তারিখে উদযাপিত একটি দিবস, যা লেখক ডগলাস অ্যাডামসের (১৯৫২-২০০১) স্মরণে উদযাপিত হয়।[১] লেখকের ভক্তরা এদিনে একটি তোয়ালে বহন করে লেখকের প্রতি শ্রদ্ধা প্রকাশ করে থাকেন। এ দিনটি প্রথম পালন করা হয় ২০০১ সালে, ডগলাস অ্যাডামসের মৃত্যুর ২ সপ্তাহ পরে।[২]

উৎপত্তি

ডগলাস অ্যাডামস তার রম্য বৈজ্ঞানিক কল্পকাহিনী দ্যা হিচহাইকারস গাইড টু গ্যালাক্সি বইয়ের তৃতীয় অধ্যায়ে একজন মহাকাশ ভ্রমণকারীর জন্য তোয়ালের গুরুত্ব তুলে ধরেন। বইয়ের মতে একজন নক্ষত্রে ভ্রমণকারির জন্য তোয়ালে সবথেকে দরকারি বস্তু, আংশিকভাবে এর অনেক ব্যবহার থাকার কারণে, তবে সাইকোলোজিকাল গুরুত্ব আরো বেশি, যে ভ্রমণকারি মহাকাশে হাজার রকমের বাধাবিপত্তির মধ্যেও তার তোয়ালেটা জায়গামত রাখতে পারে তাকে সবাই গুরুত্ব দিয়ে দেখে।

লেখকের মৃত্যুর পরে তাঁর ভক্ত ক্রিস ক্যাম্পবেল ও তার বন্ধুরা www.towelday.org ওয়েবসাইটটি নিবন্ধন করেন। খুব দ্রুত তোয়ালে দিবসের ধারণাটি সাফল্য পায় এবং ভক্তরা তোয়ালেসহ ছবি পাঠাতে থাকে।

এবি/টিআর

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here