আজ জুমাবার ঐতিহ্যবাহী চরণদ্বীপ দরবার শরীফে চন্দ্র মাসিক ফাতেহা শরীফ উদযাপন উপলক্ষে বাদে আছর পবিত্র খতমে গাউসিয়া শরীফ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে।

এতে সদারত ও আখেরী মুনাজাত করবেন চরণদ্বীপ দরবার শরীফের সাজ্জাদানশীন তাজুল আশেকিন, পীরে ত্বরিকত হযরতুলহাজ্ব শাহসুফি শেখ আবু মুহাম্মদ শহীদুল্লাহ ফারুকী (ম.)।

সকল আশেকানে ত্বরিকতের প্রতি ইশকানা দাওয়াত।

ব্যবস্হাপনায় : গাউসিয়া রহমানিয়া বশরিয়া শহীদিয়া ত্বরিকত কমিটি।

এবি/টিআর

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here