অনলাইন ডেক্স: বোয়ালখালীর আহলা দরবার শরীফের আধ্যাত্মিক প্রাণ পুরুষ শাহাসূফী কাজী আছাদ আলী (ক.) ১০২তম বেছাল বার্ষিক ওরশ তরিকতে মওলা গ্রুপের ব্যবস্থাপনায় দরবার প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
আহলা দরবার শরীফের শাহাজাদা মুফতি সৈয়্যদ মাঈনুল ইসলাম জুনায়েদের পরিচালনায় ওরশ মাহফিলে সদারত ও আখেরী মুনাজাত করবেন আহলা দরবার শরীফের সাজ্জাদনশীন পীরে তরিকত হযরত শাহসূফী সৈয়দ মোহাম্মদ এমদাদুল ইসলাম (মা.)।
কর্মসূচিতে রয়েছে, খতমে কোরআন, ছেমা মাহফিল, মিলাদ মাহফিল, জিকির মাহফিল ও তবারুক বিতরণ। বিজ্ঞপ্তি