নিরাপদ মাতৃত্ব দিবস আজ

১৭৭৯ খ্রিস্টাব্দের  এই দিনে আইরিশ কবি টমাস মুরের জন্ম।

১৮০৪ খ্রিস্টাব্দের এই দিনে নেপোলিয়ন বোনাপোর্ট নিজেকে ফ্রান্সের সম্রাট ঘোষণা।

১৮৭১ খ্রিস্টাব্দের এই দিনে প্যারি কমিউনের পতন ঘটে।

১৯০৭ খ্রিস্টাব্দের এই দিনে ঔপন্যাসিক ও সাংস্কৃতিক সংগঠক সত্যেন সেনের জন্ম।

১৯১২ খ্রিস্টাব্দের এই দিনে নোবেল পুরস্কারপ্রাপ্ত জার্মান লেখক পেট্রিক হোয়াইটের জন্ম।

১৯১৮ খ্রিস্টাব্দের  এই দিনে আজারবাইজান ও আর্মেনিয়া স্বাধীনতা ঘোষণা করে।

১৯১৯ খ্রিস্টাব্দের এই দিনে ভার্সাই চুক্তির মাধ্যমে প্রথম মহাযুদ্ধ সমাপ্ত।

১৯৩০ খ্রিস্টাব্দের এই দিনে ফ্রাঙ্ক ড্রেক, মার্কিন জ্যোতির্বিজ্ঞানী ও জ্যোতিঃপদার্থবিজ্ঞানী এর জন্ম।

১৯৩৭ খ্রিস্টাব্দের এই দিনে অস্ট্রীয় মনোবিজ্ঞানী আলফ্রেড অ্যাডলারের মৃত্যু।

১৯৩৭ খ্রিস্টাব্দের  এই দিনে প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট একটি সুইচ টিপে ক্যালিফোর্নিয়া সানফ্রান্সিসকোর গোল্ডেন গেট ব্রিজ উদ্বোধন করেন।

১৯৪০ খ্রিস্টাব্দের  এই দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির কাছে বেলজিয়াম আত্মসমর্পণ করে।

১৯৫২ খ্রিস্টাব্দের এই দিনে গ্রিসের নারীদের ভোটাধিকার অর্জিত হয়।

১৯৬৪ খ্রিস্টাব্দের এই দিনে নয়াদিল্লীতে ভারতের প্রথম প্রধানমন্ত্রী এবং কংগ্রেস নেতা পন্ডিত জওহারলাল নেহেরুর অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।

১৯৬৪ খ্রিস্টাব্দের  এই দিনে ফিলিস্তিন মুক্তি সংস্থা বা পিএলও গঠিত হয়।

১৯৭৬ খ্রিস্টাব্দের  এই দিনে শিল্পাচার্য জয়নুল আবেদিনের ইন্তেকাল।

১৯৮৭ খ্রিস্টাব্দের এই দিনে ম্যাথু রাস্ট নামে ১৯ বছর বয়সী এক অ্যামেচার বিমান চালক ক্রেমলিনের রেড স্কোয়ারে ছোট একটি সেসনা বিমান অবতরণ করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিলো।

১৯৯১ খ্রিস্টাব্দের এই দিনে ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবাতে বিদ্রোহীদের ট্যাংকবহর প্রবেশ করতে থাকে এবং দেশটিতে

১৭ বছরের মার্ক্সবাদী শাসনের অবসান ঘটে।

১৯৯৪ খ্রিস্টাব্দের এই দিনে সাহিত্যিক ও রাজনীতিক আসহাব উদ্দীনের ইন্তেকাল।

১৯৯৫ খ্রিস্টাব্দের  এই দিনে রাশিয়ার নেস্তেগস্কর শহরে প্রবল ভূমিকম্প। দুই হাজার লোকের প্রাণহানি।

১৯৯৬ খ্রিস্টাব্দের  এই দিনে ভারতে বাজপেয়ী সরকারের পতন। দেবগৌড়া প্রধানমন্ত্রী নির্বাচিত।

১৯৯৮ খ্রিস্টাব্দের  এই দিনে পাকিস্তান ৫টি পারমাণবিক বোমার সফল পরীক্ষা করেছে বলে ঘোষণা করে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here