দুর্ঘটনা আমাদের জীবনে বলে-কয়ে আসে না। দুর্ঘটনার আশাও আমরা করি না। তবে এরপরও এর কবলে পড়তে হয়। হঠাৎ আগুন লাগা তেমনি একটি ভয়াবহ অবস্থা। এ সময় করণীয় কী, এ বিষয়ে জানিয়েছে ওয়ার্ল্ড নো মেনস ও ওইকিহাউ।

১. এ ধরনের পরিস্থিতিতে অস্থির না হয়ে শান্ত থাকার চেষ্টা করুন।

২. বাইরে বের হওয়ার সব পথ একবার দেখে নিন।

৩. এক মিনিট সময় নিয়ে ভাবুন কোন পথ দিয়ে বের হলে  সবচেয়ে নিরাপদ হবে।

৪. বের হওয়ার সময় চেষ্টা করুন জরুরি নির্গমনের পথ ব্যবহার করতে।

৫. বাড়ি বা ব্লিডিংয়ের যেসব অংশে আগুন ও ধোঁয়া বেশি রয়েছে সেসব অংশ এড়িয়ে বের হওয়ার চেষ্টা করুন।

৬. ছাদে উঠতে যাব্নে না; নিচে নেমে যান।

৭.  দরজায় আগুন লাগলে বের হওয়ার জন্য অন্যে কোনো পথ বেছে নিন।

৮. কখনোই ওপর থেকে নিচে লাফ দেবেন না।

৯. কোনোভাবে বের হতে না পারলে জানালা দিয়ে সাহায্য চাইতে পারেন।

১০. বের হওয়ার সময় মুখে রুমাল ব্যবহার করুন।

১১. অনেকে এ ধরনের পরিস্থিতিতে ভয় পেয়ে বিছানার নিচে বা অন্য কোনো স্থানে লুকিয়ে পড়ে। এ রকম কাজ কখনোই করতে যাবেন না। বরং দ্রুত বাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করুন।

১২. বের হওয়ার সব অবস্থা বন্ধ থাকলে ইমাজেন্সি সার্ভিসে ফোন করুন বা পরিচিত কারো কাছে সাহায্য চান।

১৩. আর ঘরের মধ্যে একেবারেই বন্দি হয়ে পড়লে, দরজা বন্ধ করে দিন। তোয়ালে বা কাপড় দিয়ে ঘরের ফাঁটলগুলো বন্ধ করুন। এতে ঘরের ভেতর আগুন ঢুকতে বাধা পাবে।

১৪. বের হওয়ার সময় শিশু, প্রতিবন্ধী, সন্তানসম্ভাবা নারীকে আগে সুযোগ দিন।

১৫. বৈদ্যুতিক আগুনে দ্রুত প্রধান সুইচ বন্ধ করে দিন। তেলজাতীয় আগুনে কম্বল, ছালা, মোটা কাপড়, কাঁথা ভিজিয়ে চাপা দিন। পরনের কাপড়ে আগুন লাগলে মাটিতে গড়াগড়ি দিন, দৌড়াবেন না।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here