নিজস্ব প্রতিবেদক: আবৃত্তি প্রশিক্ষণ স্কুল বােধন আবৃত্তি স্কুল চট্টগ্রাম চলতি জুলাই-ডিসেম্বর ২০১১ সেশনে ‘অমর-৫২ আবর্তনের প্রশিক্ষণার্থীদের নবীনবরণ আগামীকাল ২৬ জুলাই শুক্রবার সকাল সাড়ে নয়টায় নগরীর রাইফেল ক্লাব সংলগ্ন অপর্ণাচরণ সিটি কপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের দ্বিতীয়তলায় অনুষ্ঠিত হবে।
এতে আমন্ত্রিত অতিথি থাকবেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ও আবৃত্তিশিল্পী হাসান আরিফ এবং বিশিষ্ট জনপ্রিয় অভিনয়শিল্পী ও সংগঠক আফসানা মিমি। আবর্তনের নবীন বরণে বড় ও ছােটদের পৃথক দুইটি বিভাগের প্রশিক্ষণার্থীদেরকে সকাল নয়টার আগে অপর্ণাচরণস্কুলে উপস্থিত থাকতে অনুরােধ করা যাচ্ছে।
উল্লেখ্য, বড়দের বিভাগে ছয়মাসব্যাপী প্রশিক্ষণ পাৰে। থাকছে নিজস্ব সিলেবাসে শুদ্ধ উচ্চারণ, বাচনিক উৎকর্ষ, স্বর প্রক্ষেপণ, আবৃত্তিনির্মাণ, ছন্দ, উপস্থাপনা, টিভিরিপাের্টিং, সংবাদপাঠ সহ রয়েছে আবৃত্তি সংশ্লিষ্ট বিষয়ের প্রশিক্ষণ পর্বের পাশাপাশি প্রায়ােগিক পর্ব। এতে নবম শ্রেণী থেকে উর্ধে আগ্রহীরা বড়দের বিভাগে ভর্তি হতে পারবেন।
ছােটদের বিভাগে থাকছে দুবছরব্যাপী বিশদ প্রশিক্ষণ কর্মসূচি।যেখানে ছড়াবিভাগ (প্নে থেকে দ্বিতীয় শ্রেণী) ও কবিতা বিভাগ (তৃতীয় থেকে অষ্টম শ্রেণী) দুইটি পৃথক বিভাগে আগ্রহীরা ভর্তি হতে পারবেন। এতে পুরাে প্রশিক্ষণ পর্বে প্রশিক্ষক হিসেবে থাকবেন ঢাকা ও চট্টগ্রামের আবৃত্তিশিচী, কবি ও সাহিত্যিক, নাট্যজন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও টিভি-বেতারের বিশেষ ব্যক্তিগণ ।
বােধন আবৃত্তি স্কুলে ভর্তি সংশ্লিষ্ট বিষয়ে অবগত হতে প্রতি শুক্রবার সকাল ১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অপর্ণাচরণ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে এ ভর্তি কার্যক্রম চলাকালীন যােগাযােগ করা যাবে। তবে ভর্তি প্রক্রিয়া সম্পর্কে জানতে ০১৭১২৭০১২৬৩, ০১৯১১০২৬৩২৩, ০১৮১৩৫৫৩৫০৫ ও ০১৫৩৩০০৩৭২৯ মুঠোফোনের এ নম্বরে যােগাযােগ করা যাবে।