বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকেই বিএনপির ইলিয়াস আলী, চৌধুরী আলম, চট্টগ্রামের নজরুল ইসলাম বাচা চেয়ারম্যানসহ ১৫৯ এর অধিক মানুষ গুম হয়েছে। যারা গুম হয়েছে তাদের পরিবার এখনও তাদের ফিরে পায়নি।
২০১০ সালের ৮ নভেম্বর উপজেলা বিএনপির সভাপতি ও চেয়ারম্যান নজরুল ইসলাম বাচাকে গুম করা হয়। কিন্তু এখন পর্যন্ত তার কোনো হদিস সরকার দিতে পারে নাই। আমীর খসরু মাহমুদ চৌধুরী পরিবারকে সান্ত্বনা দিতে গিয়ে বলেন, বিএনপি নজরুল ইসলাম বাচা চেয়ারম্যানকে ভুলেনি। আমরা আপনাদের পাশে আছি। তাই আপনাদের দেখতে এসেছি।
তিনি গতকাল ৩০ আগস্ট বিশ্ব গুম দিবস উপলক্ষে গুম হওয়া বোয়ালখালী বিএনপির সভাপতি নজরুল ইসলাম বাচা চেয়ারম্যানের পরিবারকে দেখতে পূর্ব বাকলিয়ার বাসায় যান।এসময় চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেন, ‘বেগম খালেদা জিয়ার মুক্তির মাধ্যমে এদেশের মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পাবে। এই সরকার ক্ষমতায় এসে গুম, খুন, নির্যাতন চালিয়ে ফ্যাসিস্ট কায়দায় দেশ শাসন করছে। এই সরকারের অধীনেই সবচেয়ে বেশি রাজনৈতিক দলের নেতাকর্মী গুম ও খুন হয়েছে।’
দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী বলেন, ‘বোয়ালখালী বিএনপি সভাপতি ও চেয়ারম্যান নজরুল ইসলাম বাচা অত্যন্ত সজ্জন মানুষ ছিলেন। তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার। আজ তার পরিবার তাকে হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে।
মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান বলেন, রাষ্ট্রের দায়িত্ব্ব মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা। রাষ্ট্রকে এ দায়িত্ব নিতেই হবে। গুম হচ্ছে যেহেতু আতঙ্কও তৈরি হচ্ছে সর্বত্র। বিচার বহির্ভূত হত্যা হচ্ছে বলেই গুম ও খুন বেড়ে যাচ্ছে। এ দায় সরকারের।
এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন সহ-সভাপতি এম এ আজিজ, দক্ষিণ জেলা বিএনপির সহ-সভাপতি এনামুল হক, নগর বিএনপির সহ-সভাপতি অধ্যাপক নুরুল আলম রাজু, যুগ্ম-সম্পাদক ইয়াছিন চৌধুরী লিটন, সাংগঠনিক সম্পাদক হাজী মোহাম্মদ তৈয়ব, কামরুল ইসলাম, বোয়ালখালী পৌরসভার মেয়র আবুল কালাম আবু, নগর বিএনপির সহ সম্পাদক মোঃ শাহাজান, আব্দুল আজিজ, আলমগীর, বাকলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আফতাবুর রহমান শাহীন, ১৮ নং ওয়ার্ড বিএনপি সভাপতি আবদুল্লাহ আল ছগির, নগর বিএনপির সদস্য আলী ইউসুফ, হাজী মোহাম্মদ ইউসুফ, সাহেদা বেগম, মোহাম্মদ আলমগীর, জসিম উদ্দিন চৌধুরী, জিয়াউর রহমান জিয়া।
আরো উপস্থিত ছিলেন বাঁচা চেয়ারম্যানের ছোটভাই চেয়ারম্যান হামিদুল হক মান্নান, বাকলিয়া থানা মহিলা দলের সাধারণ সম্পাদক কামরুন নাহার, মোহাম্মদ জসিম, সাইফুল ইসলাম নীরব, আসাদুর রহমান টিপু, মাসুম, নুরুদ্দিন, মুসা, কোহিনুর বেগম, ফাতেমা বেগম জাহাঙ্গীর প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।