আইনি লড়াই ছাড়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির কোনো বিকল্প পথ নেই বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

শুক্রবার (১৯ জুলাই) সকালে ঢাকা রিপোটার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন । এ সময় বিএনপিকে গঠনমূলক সমালোচনার করার পরামর্শ দেন তিনি।

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, আমরা মনে করি সমালোচনা কাজ কারার ক্ষেত্রে সহায়ক। কিন্তু অন্ধের মতো আপনারা সমালোচনা করবেন না এবং যে উন্নয়ন হচ্ছে সেটা পুরো বিশ্ব স্বীকার করছে। আর স্বীকার না করার দৈন্যতা থেকে বের হয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, আইনি লড়াই ছাড়া বেগম খালেদার মুক্তি সম্ভব না। আপনার সেই পথে হাঁটেন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here