চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি নির্বাচনে সভাপতি পদে জয়ী হয়েছেন আওয়ামীপন্থী সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সৈয়দ মোক্তার আহমেদ ও সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন একই প্যানেলের আবুল হোসেন মোহাম্মদ জিয়াউদ্দিন।

সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন বিএনপি সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদের মুহাম্মদ এনামুল হক ও সাধারণ সম্পাদক পদে প্রার্থী ছিলেন আবদুস সাত্তার সারোয়ার।

সোমবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে এ ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট সুভাষ চন্দ্র লালা।

এছাড়া নির্বাচিত হয়েছেন: সিনিয়র সহ-সভাপতি শেখ মো. ছাবেদুর রহমান, সহ-সভাপতি মো. আজিজুল হক চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ কবির হোসাইন, অর্থ সম্পাদক মঈনুল আলম চৌধুরী টিপু, পাঠাগার সম্পাদক আলী আকবর সানজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক রুনা কাসেম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. ইমরুল হক মেনন।

নির্বাহী সদস্যের ১০টি পদে নির্বাচিত হয়েছেন এএসএম রিদুয়ানুল করিম, তানজিন আক্তার সানি, মো. মেজবাহ উদ্দীন, মো. ওমর ফারুক, মোহাম্মদ নাজমুল ইসলাম, মো. মনজুর হোসেন, শেখ তাপসী তহুরা, নাসরিন আক্তার, শফিউল আজম বাবর ও মো. রবিউল আলম।

সোমবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। এবারের নির্বাচনে ৪ হাজার ৫০৯ জন ভোটারের মধ্যে ৩ হাজার ৭০০ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here