নিজস্ব প্রতিবেদক : ‘অসত্যকে পরিহার করে সত্যাগ্রাহী হতে হবে। সাধনার মাধ্যমে মনের ময়লা দুর করে সত্যের অনুসন্ধান করাই ধর্ম চর্চা।’

সোমবার (৪ নভেম্বর) রাত ৯টায় শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা উপলক্ষে বোয়ালখালী পৌরসভার পশ্চিম গোমদন্ডী তরুণ সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে আয়োজিত বস্ত্র বিতরণ ও আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন।

সংগঠনের সভাপতি হারাধন শীলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের বোয়ালখালী শাখার সভাপতি শ্যামল বিশ্বাস। অনুষ্ঠানের উদ্বোধন করেন সংগঠনের সাধারণ সম্পাদক সুজন দাশ। এতে মুখ্য আলোচক ছিলেন হাজী বাদশা-মাবিয়া কলেজের প্রভাষক প্রদীপ দে। স্বাগত বক্তব্য রাখেন টিটু শীল।

প্রবাল শীলের সঞ্চালনায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, অধীর সুশীল, সাংবাদিক দেবাশীষ বড়ুয়া রাজু, রুবেল শীল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিপ্লব দাশ, শৈবাল শীল, লিটন শীল, সজীব দাশ, শয়ন শীল, ডালিম শীল, দেবাশীষ চৌধুরী, সৌরভ দাশ, আকাশ দাশ, সোহেল শীল, রাজেশ শীল, নোবেল দাশ, মানিক চৌধুরী, আদর মহাজন, রিমন দাশ, প্রসেনজিৎ শীল ও নয়ন শীল। সভায় বস্ত্র বিতরণ ও র‌্যাফল ড্র বিজয়ীদের মাঝে পুরুস্কার করা হয়।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here