অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের রাজধানীর বাসায় চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ দায়ের করা হয়েছে। গুলশান-২ এর ১০৩ নম্বর সড়কে মন্ত্রীর বাসার আলমারির ড্রয়ার ভেঙে ৭০ হাজার টাকা চুরির অভিযোগে গৃহকর্মী সালমা বেগমের বিরুদ্ধে গুলশান থানায় মামলা দায়ের করা হয়। সালমা বেগম পলাতক। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) চুরির অভিযোগ এনে লোটাস কামাল গ্রুপ অফ কোম্পানির ম্যানেজার জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
গুলশান থানা সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ২৫ সেপ্টেম্বর কাজে আসেন সালমা বেগম। তিনি সবসময় বাসাতেই থাকতেন। গত ১৩ ডিসেম্বর বাসায় আলমারির ড্রয়ার ভেঙে ৭০ হাজার টাকা নিয়ে পালিয়ে যান। তাকে খোঁজাখুঁজির পর কোথাও না পেয়ে বেলা ১১ টার দিকে মোবাইলে নাম্বারটি বন্ধ পাওয়া যায়।
গৃহকর্মী সালমা বেগমের বাড়ি দিনাজপুরের পার্বতীপুর থানা এলাকার আত্রাই গ্রামে। তার বাবার নাম শাহাদৎ হোসেন।
মামলাটি তদন্ত করছেন গুলশান থানার এসআই মো. খোরশেদ আলম। তিনি বলেন, ‘গৃহকর্মী সালমা বেগমকে গ্রেফতারের চেষ্টা চলছে। আমাদের অভিযান অব্যাহত রয়েছে।’