তৃণমূল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (তৃণমূল এনডিএম)’র উদ্যোগে রাহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নেয়ার দাবিতে গতকাল শুক্রবার চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন তৃণমূল এনডিএম চেয়ারম্যান খোকন চৌধুরী।
সিনিয়র যুগ্ম মহাসচিব এম এস চৌধুরী শুভর পরিচালনায় বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করবেন তৃণমূল এনডিএমের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম মহানগর আহবায়ক নুরুল কবীর শাহ।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন তৃণমূল এনডিএম’র উপদেষ্টা কামরুল হুদা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তৃণমূল এনডিএমের স্থায়ী কমিটির সদস্য মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, মো. হানিফ, তৃণমূল এনডিএমের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি কাজী শহীদ উল্লাহ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, আবদুর রব, প্রণব চৌধুরী, মোরশেদ আলম চৌধুরী, আবদুস সোবহান, মো. ফুল মিয়া। বক্তব্য রাখেন যুগ্ম মহাসচিব সিরাজুন নূর বেগম, মো. সাদেক হোসেন চৌধুরী, প্রণব চক্রবর্তী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. ইউসুফ, কক্সবাজার জেলার আহবায়ক ফরিদুল আলম, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক পিকাশ শীল সাগর, সিরাজুল হক, কক্সবাজার জেলা নেতা তপন শীল, বদরুজ্জা, রেজাউল করিম রেজা, সুরজিত চৌধুরী, শাহজালাল রাজন, রানা মিশরী, লিটন, নুরুজ্জামান জাহেদ, নয়ন, রাসেল, মুকুল, জয় দাশ, মানিক দশ, রনি দাশ, রিয়াজ, জানে আলম, জসিম, মো. জামাল উদ্দীন, নাসির, ফরিদা ইয়াসমিন, টুম্পা, আরিফুল ইসলাম, দিলীপ দাশ, সিদাম শীল, জয় দাশ, উর্ম্মি আকতার প্রমুখ।