নিজস্ব প্রতিবেদক : দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ বলেছেন, অবহেলিত কধুরখীলের উন্নয়নে নৌকার প্রার্থীর বিজয়ের বিকল্প নেই। জননেত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি ‘আমার গ্রাম আমার শহর’ বাস্তবায়নের জন্য আসন্ন ইউপি নির্বাচনে শফিউল আজম শেফুকে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করতে হবে।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে কধুরখীল জলিল আম্বিয়া কলেজ মিলনায়তনে ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এ কথা বলেন।
ইউনিয়ন আ.লীগের আহবায়ক দিদারুল আলম দিদারের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক আবু কাউছারের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান নুরুল আলম, ভাইস চেয়ারম্যান এস এম সেলিম, উপজেলা আ.লীগ সভাপতি নুরুল আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মোহাম্মদ মোকারম, চেয়ারম্যান এস এম জসিম উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, আলহাজ মো. শফিক, মুক্তিযোদ্ধা কমান্ডার মো. হারুন মিয়া, আ.লীগ নেতা মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।