অনুষ্ঠিত হয়ে গেলো এনজিও সংস্থা ব্র্যাক এর আয়োজনে সামাজিক ক্ষমতায়ন প্রকল্পের উদ্যোগে নারী ও শিশুর প্রতি জেন্ডার ভিত্তিক নির্যাতন প্রতিরোধে ইয়ুথ ক্যাম্পেইন।

গত বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) গাছবাড়িয়া সরকারি কলেজে উপাধ্যক্ষ ড. সুব্রত বরণ বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান অতিথি ছিলেন ব্র্যাক ক্ষমতায়ন কর্মসূচীর আঞ্চলিক ব্যাবস্থাপক মো. আকসেদ আলী।

মীর মোজাহারুল হকের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাসিমপুর ইউপি চেয়ারম্যান আলমগীরুল ইসলাম চৌধুরী, অধ্যাপক কামরুল ইসলাম, আব্দুল খালেক, বিপ্লব কুমার শীল, উজ্জল বড়ুয়া, চন্দনাইশ এনজিও ফোরামের সভাপতি মো. নুরুল হক, মো. কমরুদ্দিন, ফিল্ড অর্গানাইজার মো. নজরুল ইসলাম সিকদার, মো. হাবিবুর রহমান, ইফতেখারুল ইসলাম, আব্দুল কুদ্দুছ মিয়া (সিইপি) বোয়ালখালী, যুথি দাশ, নুরুন্নেছা ও কাজী শহিদুল ইসলাম।

এতে বক্তারা বলেন, উন্নয়ন ও অগ্রগতির এ যুগে নারী শিক্ষার অন্যতম অন্তরায় হচ্ছে বাল্য বিয়ে, যৌন হয়রানি ও সাইবার বুলিং। জেন্ডার বৈষম্যমুক্ত সমাজ গঠনে সমাজ ও রাষ্ট্রের পাশাপাশি সবার আগে পরিবার এবং ব্যক্তিকে এগিয়ে আসতে হবে। এ ব্যাপারে সামাজিক জনসচেতনতা সৃষ্টির কোন বিকল্প নেই।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here