অনলাইন ডেক্স :  বোয়ালখালীতে অনুষ্ঠিত হয়ে গেলো বোয়ালখালী ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের ইফতার মাহফিল।

গত ২ জুন রবিবার বিকেলে উপজেলা সদরে আয়োজিত এ মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক প্রকৌশলী আবু সুফিয়ান। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক অধ্যক্ষ প্রকৌশলী কাজী শওকতুল ইসলাম।

মাহফিলের উদ্বোধন করেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক প্রকৌশলী কামাল হোসেন। সংগঠনের যুগ্ম আহবায়ক প্রকৌশলী আসিফুল আলমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রকৌশলী মো. শাহাদাত হোসেন, বিশেষ অতিথি ‘র বক্তব্য রাখেন ওয়ের্স্টাণ মেরিন সার্ভিসেস লিমিটেডের জেনারেল ম্যানেজার প্রকৌশলী আমান উল্লাহ, ইর্স্টাণ রিফাইনীরি লিমিটেডের প্রকৌশলী ইকবাল হোসেন, চট্টগ্রাম ওয়াসার নির্বাহী প্রকৌশলী ছাদেক উদ্দিন চৌধুরী, প্রকৌশলী তৌফিকুল আলম ও অধ্যক্ষ আমিনুল আবেদীন প্রমুখ।

বক্তারা বলেন, দেশের অগ্রযাত্রায় প্রকৌশলীদের ভূমিকা অপরিসীম। চট্টগ্রাম শহরের খুব কাছের উপজেলা হয়েও বোয়ালখালী উপজেলা অনেক পিছিয়ে রয়েছে। এ সংগঠনের মাধ্যমে উপজেলার সামাজিক উন্নয়নে এগিয়ে যাবে । যে যার অবস্থান থেকে নিজের স্বার্থ বাদ দিয়ে দেশের স্বার্থে কাজ করতে হবে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here